
ছবি: সংগৃহীত
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক সাক্ষাৎকারে তরমুজ বিক্রেতা রনিকে গান গাইতে দেখা যায়। তার কণ্ঠে সহজ-সরল সুরে ভেসে আসে আবেগ আর আনন্দ।
তৎক্ষণাৎ সাংবাদিক জানতে চান, দর্শকরা যদি ভিডিও দেখে তার কাছে আরও গান শোনার অনুরোধ করেন তাহলে তিনি কি করবেন? তিনি গান গাইবেন কিনা?
উত্তরে রনি বলেন, আমি দর্শকদের গান শোনাবো, সমস্যা কি! যেটুকু পারি, এইটুকুই শোনাবো। আমি তো আর শিল্পী না। আমি যেটুকু পারি, এইটুকু শুনিয়ে যদি মানুষকে একটু আনন্দ, উৎসাহ দিতে পারি, তাহলে তাই দিব।
উল্লেখ্য, কিছুদিন আগে রনির তরমুজ বিক্রির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যা সারা বাংলাদেশে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল।
সূত্র: https://www.facebook.com/reel/1021887189869467
রবিউল হাসান