
নিজেকে আকর্ষণীয় করে তুলতে টাইটফিট পোশাক পরা এখন সাধারণ প্রবণতা। তবে এই সাজগোজের আড়ালে শরীরের যে ক্ষতি হচ্ছে, তা হয়তো অনেকেই বুঝে উঠছেন না। বিশেষজ্ঞদের মতে, সৌন্দর্যের মোহে আটকে গিয়ে আমরা নিজের অজান্তেই ডেকে আনছি মারাত্মক স্বাস্থ্যঝুঁকি।
সময়ের সাথে সাথে বদলে যাচ্ছে পোশাকের ফ্যাশন। নিজেকে আকর্ষণীয় রূপে উপস্থাপন করতে চেষ্টার কমতি নেই কারো। মেদবহুল শরীরের অধিকারী ব্যক্তিও পোশাকের মাধ্যমে হতে চাচ্ছেন মেদহীন। তাইতো মেদ ঢাকতে পড়ছেন আটসাটো পোশাক। অন্যদিকে, অনেকের দর্শন আবার ‘স্লিম মানেই সৌন্দর্য’। তারাও পড়ছেন টাইট পোশাক। আর এতেই করছেন মারাত্মক ভুল।
সাধারণত টাইট পোশাক পড়লে পাকস্থলীতে চাপ পড়ে। যার ফলে খাদ্যনালীতে এসিড জমা হয়। এতে গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে। আটোশাটো জিন্স বা লেগিংস পড়লে ওরুতে চাপ পড়ে, যার ফলে পায়ে ঝিমঝিম, অসারতা এবং জ্বালা শুরু হতে পারে।
খুব টাইট জিন্স স্কার্ট পড়ে কেবল ওঠাবসা করতে অসুবিধা হয় না, এতে শরীরের আকৃতি এবং ভঙ্গিও নষ্ট হয়। টাইট জিন্স, লেগিংস পড়লে গোপনাঙ্গ সর্বদা আর্দ্র থাকে, যার ফলে ইনফেকশন এবং ইউটিআই হওয়ার ঝুঁকি বাড়ে।
স্কিন টাইট জামাকাপড় পড়লে শরীরের রক্ত সঞ্চালন ঠিকমতো হয় না। সে কারণে ত্বকে নীল সেরা দেখা দিতে পারে। টাইট বেল্ট বা কোমরের পোশাক দীর্ঘ সময় পড়ে থাকলে পিঠে চাপ পড়ে, যা অস্থি এবং পেশির ব্যথার কারণ হতে পারে।
টাইট পোশাক শরীরের সঙ্গে একেবারে চেপে থাকে। এর ফলে ত্বকের নানা সমস্যা দেখা দেয়। ত্বকে লালচে ভাব ও চুলকানিও হতে পারে।
সুন্দর দেখাতে গিয়ে যদি স্বাস্থ্যের ক্ষতি হয়, তবে সেই সৌন্দর্য কতটা লাভজনক— ভাবার বিষয়। তাই সচেতন হোন, আর স্বাস্থ্যবান থাকার জন্য বেছে নিন আরামদায়ক ও সঠিক পোশাক।
সূত্র:https://tinyurl.com/y4rttrnr
আফরোজা