
ছবি: সংগৃহীত
সুন্দর, কোমল আর গোলাপি ঠোঁট কে না চায়? তবে দূষণ, অতিরিক্ত কসমেটিকস ব্যবহার, ধূমপান কিংবা পানির অভাবে অনেকের ঠোঁট হয়ে যায় রুক্ষ আর কালচে। তবে সম্প্রতি ঘরোয়া রূপচর্চায় নতুন আলোচনার বিষয় হয়ে উঠেছে একটি সবজি — বিটরুট!
প্রাকৃতিক এই সবজি কেবল শরীরের জন্যই উপকারী নয়, বরং ঠোঁটের কালচেভাব দূর করতে ব্যবহার হচ্ছে এক দারুণ উপায় হিসেবে। সৌন্দর্য বিশেষজ্ঞ ও ঘরোয়া রূপচর্চাকারীরা বলছেন, বিটরুটে থাকা প্রাকৃতিক রঞ্জক পদার্থ ঠোঁটে দেয় হালকা লালচে আভা, যা নিয়মিত ব্যবহারে ঠোঁটের কালচেভাব কমিয়ে দিতে সহায়ক।
বিটরুটে রয়েছে—
বেটালেইনস (Betalains): এটি একটি প্রাকৃতিক অ্যান্টি-অক্সিডেন্ট যা ঠোঁটের রঙ উজ্জ্বল করে।
আয়রন ও ভিটামিন C: রক্ত চলাচল বৃদ্ধি করে ঠোঁটকে করে প্রাণবন্ত।
হালকা এক্সফোলিয়েটিং উপাদান: ঠোঁটের মৃত কোষ দূর করে নতুন কোষ গঠনে সহায়তা করে।
কীভাবে ব্যবহার করবেন?
বিটরুট লিপ মাস্ক (রাতের যত্ন):
১ টেবিল চামচ বিটরুটের রস
১ চা চামচ নারকেল তেল বা মধু
→ মিশিয়ে ঠোঁটে লাগিয়ে রেখে দিন রাতে ঘুমানোর আগে। সকালে ধুয়ে ফেলুন।
বিটরুট লিপ স্ক্রাব (সপ্তাহে ২ বার):
১ চা চামচ বিটরুটের রস
আধা চা চামচ চিনি
কয়েক ফোঁটা অলিভ অয়েল
→ ঠোঁটে হালকা করে ঘষে নিন ১–২ মিনিট, তারপর ধুয়ে ফেলুন।
বিটরুটে অনেক সময় অ্যালার্জি হতে পারে, তাই প্রথমবার ব্যবহারের আগে স্কিন প্যাচ টেস্ট করে নেওয়া ভালো।
বাইরে যাওয়ার আগে অবশ্যই ঠোঁটে সানস্ক্রিন বা লিপবাম ব্যবহার করুন, কারণ সূর্যের প্রভাবে ঠোঁট আবারও কালচে হতে পারে। বিটরুট শুধু প্লেটে নয়, এবার ঠোঁটেও জায়গা করে নিচ্ছে! প্রাকৃতিক এই পদ্ধতি দিয়ে আপনি পেতে পারেন মসৃণ, উজ্জ্বল ও কোমল ঠোঁট — তাও একদম ঘরে বসেই।
ফারুক