
ছবি: সংগৃহীত
আপনি যদি ডিজিটাল কাজ করেন, যেমন কনটেন্ট তৈরি, লেখালেখি, ডিজাইন, মার্কেটিং, ভিডিও এডিটিং বা স্রেফ আইডিয়া জেনারেশনের জন্য কোনো সহকারী চান, তাহলে এই ৫০টি ফ্রি AI টুল আপনার জন্য হতে পারে একেবারে গেম চেঞ্জার!
চলুন জেনে নেওয়া যাক কোন কোন AI টুলগুলো আপনার প্রতিদিনের কাজকে আরও দ্রুত, সহজ আর পেশাদার করতে পারে:
১) ChatGPT – প্রশ্নের উত্তর, আর্টিকেল লেখা, কোড রিভিউ থেকে শুরু করে সব কিছুতেই সহায়তা করে।
২) Canva AI – প্রেজেন্টেশন, পোস্টার, সোশ্যাল মিডিয়া ডিজাইন দ্রুত তৈরি করতে পারে।
৩) Pictory – লিখিত কনটেন্টকে ভিডিওতে রূপান্তর করে।
৪) Copy.AI – বিজ্ঞাপন কপি, ইমেইল, ক্যাপশন লেখায় সহায়ক।
৫) Jasper – প্রফেশনাল ব্লগ বা মার্কেটিং কনটেন্ট লেখার জন্য আদর্শ।
৬) Grammarly – ইংরেজি লেখার ভুল ধরতে এবং সংশোধন করতে ব্যবহৃত হয়।
৭) Quillbot – যেকোনো লেখাকে রি-রাইট বা প্যারাফ্রেজ করতে পারে।
৮) Synthesia – AI স্পিকার দিয়ে ভিডিও তৈরি করতে পারে।
৯) Looka – লোগো ও ব্র্যান্ড ডিজাইন সহজেই তৈরি করে।
১০) Remove.bg – এক ক্লিকে ছবির ব্যাকগ্রাউন্ড মুছে ফেলে।
১১) Leonardo AI – ফ্যান্টাসি আর্ট বা ডিজিটাল আর্ট তৈরিতে ব্যবহৃত হয়।
১২) Durable – কয়েক সেকেন্ডেই ওয়েবসাইট বানিয়ে ফেলে।
১৩) SlidesAI – লিখিত কনটেন্টকে স্লাইডে পরিণত করে।
১৪) Runway ML – ভিডিও এডিট, ব্যাকগ্রাউন্ড রিমুভ ইত্যাদির জন্য চমৎকার।
১৫) Tome – গল্পভিত্তিক ইন্টারঅ্যাকটিভ প্রেজেন্টেশন বানাতে সহায়ক।
১৬) Notion AI – নোট নেয়া, টাস্ক ম্যানেজমেন্ট এবং লেখালেখিতে সাহায্য করে।
১৭) Krisp – কল করার সময় ব্যাকগ্রাউন্ড নয়েজ কেটে দেয়।
১৮) Cleanup.pictures – ছবির অবাঞ্চিত অংশ মুছে ফেলে।
১৯) Replika – AI-ভিত্তিক ভার্চুয়াল বন্ধু বা কথোপকথনের সঙ্গী।
২০) Soundraw – ইউনিক ও রয়্যালটি ফ্রি মিউজিক তৈরি করে।
২১) Beatoven – ভিডিওর জন্য ইমোশন-বেইজড সঙ্গীত তৈরি করে।
২২) Voicemod – ভয়েস চেঞ্জ ও ইফেক্টের জন্য মজার টুল।
২৩) Lumen5 – আর্টিকেল থেকে ভিডিও বানায়।
২৪) Descript – ভয়েস এডিটিং ও ভিডিও সম্পাদনা টেক্সট দিয়ে করা যায়।
২৫) Kaiber – AI দিয়ে অসাধারণ অ্যানিমেটেড ভিডিও বানায়।
২৬) AutoDraw – হাতের আঁকা ছবিকে নিখুঁত ডিজাইনে রূপ দেয়।
২৭) ElevenLabs – বাস্তবধর্মী ভয়েস তৈরি করে।
২৮) Heygen – রিয়েলিস্টিক ফেস ও ভয়েস দিয়ে ভিডিও তৈরি করে।
২৯) Writesonic – কনটেন্ট ও কপি রাইটিং সহজ করে।
৩০) Play.ht – লেখাকে ভয়েসে রূপান্তর করে।
৩১) Papercup – ভিডিওর ভাষা বদল করে ডাব করে।
৩২) AI Dungeon – ইন্টারঅ্যাকটিভ গল্প লেখায় ব্যবহৃত হয়।
৩৩) TTSMaker – লেখাকে স্পিচ ফরম্যাটে রূপ দেয়।
৩৪) Magic Eraser – ছবির নির্দিষ্ট অংশ মুছে দিয়ে ক্লিন ব্যাকগ্রাউন্ড দেয়।
৩৫) Designs.AI – সব ধরনের ডিজাইন, লোগো ও ভিডিও তৈরি করে।
৩৬) Midjourney – পাঠ্য থেকে আকর্ষণীয় ইমেজ তৈরি করে।
৩৭) TinyWow – ফ্রি ফাইল টুলস, পিডিএফ কনভার্টার, ইমেজ রিসাইজ ইত্যাদিতে ব্যবহৃত হয়।
৩৮) ChatPDF – PDF ফাইল পড়ে সারাংশ বা প্রশ্নের উত্তর দেয়।
৩৯) Scalenut – SEO ফ্রেন্ডলি কনটেন্ট রিসার্চ ও প্ল্যান করতে সাহায্য করে।
৪০) INK – AI রাইটিং ও SEO অপটিমাইজেশন একসাথে করে।
৪১) DeepL Translator – সবচেয়ে নিখুঁত অনুবাদের জন্য বিখ্যাত।
৪২) OpenArt – ইউনিক আর্ট ও ডিজিটাল চিত্র তৈরি করে।
৪৩) NameSnack – AI দিয়ে ব্যবসার জন্য নাম সাজেস্ট করে।
৪৪) Tidio – ওয়েবসাইটের জন্য স্মার্ট চ্যাটবট তৈরি করে।
৪৫) FormX.ai – ডকুমেন্ট থেকে তথ্য স্ক্যান করে বের করে আনে।
৪৬) Murf.ai – প্রফেশনাল ভয়েসওভার তৈরি করে।
৪৭) Zyro AI Writer – ওয়েব কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে তৈরি করে।
৪৮) Hugging Face – হাজারো AI মডেল ও টুলের হাব।
৪৯) Adobe Firefly – AI দিয়ে প্রফেশনাল ডিজাইন বানাতে সহায়ক।
৫০) Illustroke – লেখাকে SVG ইলাস্ট্রেশনে রূপান্তর করে।
আরশি