ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

পায়ের গোড়া ফাটা দূর করতে মিষ্টি কুমড়া!

প্রকাশিত: ১৩:৫২, ১৮ এপ্রিল ২০২৫

পায়ের গোড়া ফাটা দূর করতে মিষ্টি কুমড়া!

ছবি: সংগৃহীত

শীতকালে বা অতিরিক্ত শুষ্ক আবহাওয়ায় পায়ের গোড়ালি ফাটা আমাদের অনেকেরই পরিচিত সমস্যা। বাজারে নানা ধরণের ক্রিম এবং ওষুধ পাওয়া গেলেও এবার সামনে এসেছে এক অবাক করা প্রাকৃতিক সমাধান — মিষ্টি কুমড়া!

সম্প্রতি একদল সৌন্দর্য বিশেষজ্ঞ এবং ভেষজ গবেষকের গবেষণায় উঠে এসেছে যে, মিষ্টি কুমড়ার নির্যাস পায়ের গোড়ার ফাটলে অত্যন্ত কার্যকর। মিষ্টি কুমড়া ভিটামিন A, C এবং E-তে ভরপুর, যা ত্বকের মসৃণতা ও আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। তাছাড়া এতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট এবং প্রাকৃতিক অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান ত্বকের মৃত কোষ অপসারণ করে এবং নতুন কোষ গঠনে সহায়তা করে।

কীভাবে ব্যবহার করবেন?

বিশেষজ্ঞদের মতে, নিচের সহজ উপায়ে মিষ্টি কুমড়া ব্যবহার করে পা'কে নরম ও মসৃণ রাখা সম্ভব:

  1. মাস্ক তৈরি: আধা কাপ সিদ্ধ মিষ্টি কুমড়া, ১ চা চামচ মধু এবং ১ চা চামচ নারকেল তেল মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন।

  2. প্রয়োগ: গোড়ালি ভালো করে পরিষ্কার করে এই মিশ্রণটি ফাটা অংশে লাগান। ১৫–২০ মিনিট রেখে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

  3. নিয়মিত ব্যবহার: সপ্তাহে অন্তত ২-৩ বার ব্যবহার করলে কয়েক দিনের মধ্যেই ফল মিলবে বলে জানিয়েছেন গবেষকরা।

ঢাকার একটি ভেষজ স্কিন কেয়ার সেন্টারের চিকিৎসক ডা. ফারহানা রহমান বলেন, “মিষ্টি কুমড়া শুধু খাওয়ার জন্য নয়, এর চামড়া ও ভেতরের অংশ উভয়ই ত্বকের যত্নে ব্যবহার করা যায়। এটি সস্তা, সহজলভ্য এবং পার্শ্বপ্রতিক্রিয়াহীন।”

পায়ের সৌন্দর্য ও স্বাস্থ্য রক্ষায় যারা প্রাকৃতিক উপায় খুঁজছেন, তাদের জন্য এটি নিঃসন্দেহে এক চমৎকার খুশির খবর।

ফারুক

×