ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

চুলে প্রাকৃতিক ঔজ্জ্বল্য আনতে ব্যবহার করুন এই হেয়ার মাস্ক!

প্রকাশিত: ২৩:০৯, ১৭ এপ্রিল ২০২৫

চুলে প্রাকৃতিক ঔজ্জ্বল্য আনতে ব্যবহার করুন এই হেয়ার মাস্ক!

চুলের স্বাস্থ্যের জন্য উপকারী দারচিনি। মাথার ত্বকের নানা সমস্যা মেটানোর ক্ষেত্রে তো বটেই, দারচিনি মাথার ত্বকে রক্ত সঞ্চালনের মাত্রা বাড়িয়ে চুলের গোড়ায় গোড়ায় অক্সিজেন এবং পুষ্টি পৌঁছে দিতে সাহায্য করে। তাতে চুলের বৃদ্ধিও হয় দ্রুত। রূপচর্চা শিল্পীরা তাই হেয়ার মাস্কেও দারচিনির গুঁড়ো মেশানোর পরামর্শ দিচ্ছেন। কী ভাবে বানাবেন দারচিনির হেয়ার মাস্ক?

১। তিসির বীজ এবং দারচিনি

২ টেবিল চামচ তিসির বীজ জলে ভিজিয়ে রাখুন। জেলের মতো পদার্থ তৈরি হলে তাতে মেশান ২ টেবিল চামচ কাঠবাদামের তেল এবং ২ টেবিল চামচ দারচিনির পাউডার এক সঙ্গে মিশিয়ে মাথায় মাখুন। মিনিট ১৫ রেখে ধুয়ে ফেলুন।

 ২। রোজ়মেরির তেল এবং দারচিনি

 সমপরিমাণে রোজমেরির তেল এবং দারচিনির গুঁড়ো একসঙ্গে মশিয়ে মাথার ত্বকে এবং চুলে ভাল ভাবে মাসাজ করুন। কিছু ক্ষণ রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

৩। মেথি এবং দারচিনি

 দুই টেবিল চামচ মেথির দানার সঙ্গে দারচিনির গুঁড়ো মিশিয়ে তাতে দিন নারকেল তেল। ভাল ভাবে মিশিয়ে চুলে এবং মাথার ত্বকে মেখে নিন। তার পরে ধুয়ে ফেলুন।

 

রাজু

×