ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

মাত্র কয়েকদিন বাঁচে যেই ১০ টি প্রাণী

প্রকাশিত: ২১:৪৯, ১৭ এপ্রিল ২০২৫

মাত্র কয়েকদিন বাঁচে যেই ১০ টি প্রাণী

ছবি: প্রতিকী

কিছু প্রাণী বহু বছর বাঁচে, আবার কিছু প্রাণীর জীবন মাত্র কয়েক দিন বা সপ্তাহের। বিশেষ করে অনেক কীট-পতঙ্গ ও উভচর প্রাণীর জীবন খুবই ছোট। এদের জীবনের মূল উদ্দেশ্যই হলো – প্রজনন করে মারা যাওয়া। চলুন জেনে নেই এমন ১০টি প্রাণীর কথা, যারা খুব অল্প সময়ের জন্য পৃথিবীতে বেঁচে থাকে।

গ্যাস্ট্রোট্রিক
গ্যাস্ট্রোট্রিক একটি অতিক্ষুদ্র জলজ প্রাণী, যাদের আয়ু মাত্র ৩-৪ দিন। এরা পানিতে ব্যাকটেরিয়া খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করে।

এপিমেরাল মেফ্লাই
মেফ্লাইয়ের এক প্রজাতি আছে যাদের প্রাপ্তবয়স্ক রূপে জীবন মাত্র কয়েক ঘণ্টা। এরা ছোটবেলা কাটায় পানির নিচে। এরপর পানি থেকে উঠে আসে, প্রজনন করে এবং দ্রুত মারা যায়।

প্যাসিফিক স্যামন
স্যামন মাছ সাধারণত কয়েক বছর বাঁচে, তবে ডিম ছাড়ার পর পরই এদের মৃত্যু হয়। ডিম দেওয়ার জন্য দীর্ঘ যাত্রা শেষে, এরা প্রজনন করে এবং কয়েক দিনের মধ্যেই মারা যায়।

অমর’ জেলিফিশ 
এই বিশেষ জেলিফিশ আঘাত পেলে আবার আগের জীবনচক্রে ফিরে যেতে পারে। তাই একে "অমর জেলিফিশ" বলা হয়। তবে স্বাভাবিকভাবে প্রাপ্তবয়স্ক অবস্থায় এর জীবন মাত্র কয়েক দিনই থাকে।

ফল মাছি
ফল মাছি মাত্র ৮ থেকে ১০ দিন বাঁচে। এরা খুব দ্রুত প্রজনন করে এবং বিজ্ঞানীরা জেনেটিক গবেষণায় এদের ব্যবহার করেন।

শ্রমজীবী মৌমাছি
শ্রমজীবী মৌমাছির আয়ু সাধারণত ৫-৬ সপ্তাহ। এই সময়ে তারা মধু সংগ্রহ, রানি মৌমাছির সেবা ও ছানাদের দেখাশোনা করে। অতিরিক্ত কাজের ফলে তাদের ডানা নষ্ট হয়ে যায় এবং এরপর তারা মারা যায়।

পুরুষ প্রেইং ম্যান্টিস
পুরুষ প্রেইং ম্যান্টিস এক সপ্তাহের মতো বাঁচে প্রাপ্তবয়স্ক হওয়ার পর। এদের প্রধান কাজ হলো স্ত্রী ম্যান্টিসের সঙ্গে মিলন। অনেক সময় স্ত্রী ম্যান্টিস মিলনের পর পুরুষটিকে খেয়ে ফেলে।

সিকাডা
সিকাডা বহু বছর মাটির নিচে কাটিয়ে দেয় নিম্ফ হিসেবে। ১৩ থেকে ১৭ বছর পর তারা মাটির ওপরে আসে, গান গেয়ে সঙ্গী খোঁজে, প্রজনন করে এবং কয়েক সপ্তাহের মধ্যেই মারা যায়।

ড্রোন পিঁপড়া
ড্রোন পিঁপড়ারা হলো পুরুষ পিঁপড়া। এদের কাজ শুধু রানি পিঁপড়ার সঙ্গে প্রজনন। মিলনের পরই এরা মারা যায়, আর অন্য কোনো কাজ এরা করে না।

মেফ্লাই
মেফ্লাইয়ের জীবনকাল মাত্র ২৪ ঘণ্টা। এই অল্প সময়েই এরা সঙ্গী খুঁজে নেয়, প্রজনন করে এবং মারা যায়। এরা মাছসহ অনেক জলজ প্রাণীর খাবার হিসেবে গুরুত্বপূর্ণ।

 

সূত্র: https://timesofindia.indiatimes.com/life-style/spotlight/web-stories/10-animals-that-only-live-for-some-days/photostory/120340125.cms

রবিউল হাসান

×