ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ছোট পদক্ষেপেই বড় সাফল্য: ১০টি উদ্ধৃতি যা আপনাকে অনুপ্রেরণা জোগাবে

প্রকাশিত: ২০:৪২, ১৭ এপ্রিল ২০২৫; আপডেট: ২০:৫৩, ১৭ এপ্রিল ২০২৫

ছোট পদক্ষেপেই বড় সাফল্য: ১০টি উদ্ধৃতি যা আপনাকে অনুপ্রেরণা জোগাবে

ছবি: প্রতিকী

জীবনে বড় কিছু অর্জনের পেছনে সবসময় থাকে ছোট ছোট পদক্ষেপের সুনিয়মিত চর্চা। প্রতিদিনের সামান্য অগ্রগতি একসময় পরিণত হয় বিশাল সাফল্যে। নিচে দেওয়া হলো এমন ১০টি অনুপ্রেরণামূলক উদ্ধৃতি, যা প্রমাণ করে ছোট কাজগুলোই আপনাকে পৌঁছে দিতে পারে বড় স্বপ্নের ঠিকানায়।

 

নিয়মিত প্রচেষ্টা
“সাফল্য মানে হচ্ছে ছোট ছোট প্রচেষ্টার যোগফল, যা প্রতিদিন বারবার করা হয়।”-রবার্ট কলিয়ার

প্রথম পদক্ষেপ
“হাজার মাইলের যাত্রাও শুরু হয় একটি মাত্র পদক্ষেপ দিয়ে।”-লাও জু

ধাপে ধাপে অগ্রগতি
“অল্প অল্প করেই অনেক দূর যাওয়া যায়।”-জে. আর. আর. টলকিন

পরিকল্পনার চেয়ে কাজ গুরুত্বপূর্ণ
“ছোট কাজগুলো, যা করা হয় তা অনেক বড় পরিকল্পনার চেয়েও উত্তম।”–পিটার মার্শাল

ধীরে ধীরে গড়ে ওঠা
“বড় কিছু হুট করে হয় না, বরং অনেক ছোট ছোট কাজ একসাথে মিলে তা তৈরি হয়।”–ভিনসেন্ট ভ্যান গঘ

প্রতিদিন একটু করে ভালো হওয়া
“শ্রেষ্ঠ হওয়ার প্রশ্ন নয়, বরং নিজেকে প্রতিদিন আগের চেয়ে একটু ভালো বানানোই আসল সাফল্য।”

ছোট শুরুই বড় পথের শুরু
"ক্ষুদ্র পদক্ষেপ আপনাকে পৌঁছে দেবে লক্ষ্যে"-রবিন শর্মা

নিরবিচার পরিশ্রম
“সাফল্য সাধারণত তাদের কাছেই আসে, যারা ব্যস্ত থাকে কাজ নিয়ে, সাফল্যের পেছনে ছোটে না।”-হেনরি ডেভিড থরো

বীজ বপন করুন
“প্রতিদিন আপনি কতটা ফল পেলেন তা নয়, বরং আপনি কতটা বীজ বপন করলেন সেটাই গুরুত্বপূর্ণ।”-রবার্ট লুইস স্টিভেনসন

নিত্য দিনের অগ্রগতি
“প্রতিদিনের ছোট উন্নতিগুলোই সময়ের সঙ্গে অসাধারণ ফলাফল এনে দেয়।”-রবিন শর্মা

জীবনের যেকোনো ক্ষেত্রেই হোক—পড়াশোনা, কর্মজীবন কিংবা ব্যক্তিগত উন্নয়ন, ছোট কাজ, ধৈর্য, আর ধারাবাহিকতা মিলেই গড়ে ওঠে বড় সাফল্যের ভিত। তাই আজই শুরু করুন আপনার ‘ছোট’ পথচলা, কারণ সেটাই একদিন আপনাকে নিয়ে যাবে ‘বড়’ সাফল্যের দ্বারপ্রান্তে।

 

সূত্র: https://m.economictimes.com/news/web-stories/10-quotes-that-show-you-how-small-steps-lead-to-big-wins/slideshow/120269958.cms

রবিউল হাসান

×