ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

অনন্যতা যেভাবে আপনাকে ধনী করবে

প্রকাশিত: ২০:২৭, ১৭ এপ্রিল ২০২৫; আপডেট: ২৩:১৩, ১৭ এপ্রিল ২০২৫

অনন্যতা যেভাবে আপনাকে ধনী করবে

ছবি: প্রতীকী

প্রত্যেকেরই কিছু বিশেষ গুণ আছে যা তাকে বাকি সবার থেকে অনন্য করে তোলে। ব্যতিক্রমী দক্ষতা, অন্যদের থেকে আলাদা আগ্রহ এবং ভিন্ন দৃষ্টিভঙ্গির মধ্যে দিয়েই আপনার চারপাশের মানুষ। 

 

কিন্তু এই অনন্যতা সবাই প্রকাশ করতে পারেনা তাকে মানুষ ভুল বুঝবে এই ভয়ে বা সে ট্রলের স্বীকার হবে এই ভয়ে। এভাবেই তাদের অনন্য প্রতিভাগুলো অগোচরে থেকে যায়। কিন্তু তার জন্য পৃথিবী থেমে থাকে না। পৃথিবী চাক্ষুষ প্রতিভাবানদের নিয়ে এগিয়ে যায়। 

 

বাকি সবার মধ্যে থেকে নিজেকে আলাদা করতে পারা মানে হলো কোনোরকম অস্বস্তি ছাড়া নিজের গুণগুলো উপস্থাপন করতে পারা। যা পূর্বে কেউ দেখায়নি এমন গুণ আপনার মধ্যে থাকলে তা এই প্রতিযোগিতার বাজারে তা আপনাকে অনন্য করে তুলবে।  

 

অনন্যতা যখন মূল্যবান হয়

 

বেশিরভাগ মানুষই তাদের বিশেষ গুণগুলো আড়াল করে রাখে এই ভেবে, জীবনে সফল হলেই  গ্রহণযোগ্যতা পাওয়া যাবে। কিন্তু বর্তমান সময়, সবার একই গুণ বারবার দেখতে চায় না। চায় বিশেষ কিছু যা সবার মধ্যে নেই। 

 

নিজের অভিনব গুণগুলোই সবার সামনে আনতে হবে। পাকিস্তানি অভিনেত্রী দানানের মোবিন, একটি টিকটক ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত হয়েছিল। ট্রলেরও  শিকার হতে হয়েছিল তাকে। কিন্তু তার এই অভিনবত্ব দেখে তাকে নাটকে সুযোগ দেয়া হয়। এখন তিনি পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। 

 

আপনার অনন্যতা টাকায় রুপান্তর করার পাঁচটি উপায়___

আপনার বিশেষ গুণ নিয়ে একটি ইউটিউব চ্যানেল খুলুন

বর্তমান সময়ে কন্টেন্ট ক্রিয়েটিং বেশ জনপ্রিয়। যাদেরই কোন অভিনবত্ব আছে তাই দিয়ে তারা কন্টেন্ট বানিয়ে আলোচনায় আসছে। ইতিমধ্যে তাদের অনেক ফ্যান (অনুসারী) ও তৈরি হয়ে গিয়েছে। 

 

ব্যবসা, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রভাববিস্তারকারী (ইনফ্লুয়েন্সার) ব্যক্তিরা কন্টেন্ট বানিয়ে, পণ্য বিক্রি করে অর্থ উপার্জন করছে। আপনি যেকোনো একটি প্লাটফর্ম (ফেইসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব) বেছে নিয়ে আপনার জায়গা থেকে শুরু করুন।

 

যেখানে অনন্য হওয়া স্বাভাবিক বিষয় এমন সম্প্রদায় তৈরি করুন 

আপনার ভিন্ন আগ্রহ অস্বাভাবিক কোনো বিষয় নয়। আপনার মতো এমন অনেক মানুষ আছে যারা নিজেদেরকে অস্বাভাবিক মনে করে কিন্তু তাদের ভাবনা চিন্তা প্রকাশ করতে পারে না।

 

এমন একটি ক্ষেত্র তৈরি করুন যেখানে অস্বাভাবিকত্ব স্বাভাবিক ব্যাপার। মানুষ যখন নিজের মানসিকতার কাউকে খুঁজে পায় তখন তাদের গুণগুলো আরও বিকশিত হয়। আপনার প্রতি তারা সর্বদা সদয় আচরণ করবে।

 

আপনার বিশেষত্বকে শিক্ষণীয় বস্তু হিসেবে তৈরি করুন

যে গুণগুলো আপনার মধ্যে স্বাভাবিকভাবে আছে তা অন্যের কাছে রহস্যময়। ধরুন আপনার ক্লে দিয়ে গয়না বানানোর দক্ষতা আছে, বেলি ডান্স করার দক্ষতা আছে, জামা- কাপড় তৈরি করার দক্ষতা আছে যা অন্যদের মধ্যে নেই। আপনি আপনার চ্যানেলে এই বিষয়সংক্রান্ত ভিডিও দিতে পারেন, মানুষকে শেখাতে পারেন কীভাবে এই কাজগুলো করতে হয়।  

 

আপনার মতো দক্ষতার অধিকারী বিশেষজ্ঞদের সাথে যোগাযোগ করুন

আপনার এই অভিনবত্ব আরও বেশি মূল্যবান হয়ে ওঠে যখন আপনি একই বিষয়ের কোন বিশেষজ্ঞের সাথে কাজ করবেন। 

 

আপনার দক্ষতার সাথে মিল এমন মানুষদের খুঁজে বের করুন এবং তাদের সাথে কাজ শুরু করুন। দেখা যাচ্ছে আপনারা একসাথে এমন সমস্যাগুলো মোকাবেলা করে ফেলছেন যা একা সম্ভব ছিল না। 

 

আপনার  অনন্যতাকে প্রসারিত করুন

একবার আপনার নিজস্ব ক্ষেত্র প্রতিষ্ঠা করা হয়ে গেলে এর সম্প্রসারণ করুন। এক জায়াগায় না থেকে বিভিন্ন জায়গায় প্রসারিত করুন। ধরুন পূর্বে আপনি ফেইসবুকে আপনার কন্টেন্ট নিয়ে কাজ করতেন এখন ইনস্টাগ্রামে আপনার কন্টেন্ট নিয়ে কাজ শুরু করুন। প্রথমে আপনার কাজের ক্ষেত্র ভালোমতো প্রতিষ্ঠা করে নিন এরপর দর্শক বাড়লে আপনার কাজের ক্ষেত্র বাড়িয়ে ফেলুন।  

 

অনন্য থেকে সফল: আপনার অনন্যতাকে আপনার সফলতা বানান

মানুষ সেগুলোর জন্যই উচ্চ মূল্য দিতে প্রস্তুত থাকে যা সে অন্য কোথাও পাবে না। আপনার অনন্যতা বিশ্বব্যাপী সমান জিনিসের বাজারের দুষ্প্রাপ্যতা সৃষ্টি করবে। বিশেষ করে অনলাইনে। 

 

আপনার অনন্যতার মাধ্যমে সফল হতে চাইলে আপনার গুণগুলোকে শনাক্ত করুন। যে গুণকে আপনি মনে করন ‘এ আর এমন কী’ সেগুলোকে নির্বাচন করুন। কারণ এগুলোই আপনাকে বাকি সবার থেকে আলাদা করে

 

ধারাবাহিকভাবে এই গুণ দিয়ে কাজ করে যান। কেননা এই কাজ নকল করে অন্য কেউ বাজারে আসতেও বেশ কিছু সময় চলে যায়। ততোদিনে আপনি কাজের ক্ষেত্র বাড়িয়ে ফেলুন।

 

তথ্যসূত্র

ফোর্বস
 

সুরাইয়া

×