
ছবি: প্রতীকী
বিজ্ঞজনের পরামর্শে সাফল্য আসে দুয়ারে! জীবনের বিভিন্ন স্তরে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। কখনো সে সমস্যাগুলো আমরা নিজেরাই উতরে যেতে পারি আবার কিছু সমস্যা আমাদের ভাবায়।
শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, প্রতিটি স্তরে যখন আমরা পদার্পণ করি, আমাদের কোন অভিজ্ঞতা থাকে না। আমরা আমাদের অভিভাবক, ভাই, বোন, শিক্ষক ও সফল ব্যক্তিদের দেখি এবং অনুপ্রেরণা নেয়। জীবনে সফল হতে হলে গুরুজনদের বলা নৈতিক পরামর্শগুলো মেনে চলা আমাদের কর্তব্য। এতে করে জীবন আরও সহজ এবং সুন্দর হয়ে ওঠে।
এরকমই কিছু উপদেশমূলক বাণী নিয়ে এই নিবন্ধ যার মাধ্যমে আপনার মনোবল বেড়ে যাবে এবং আপনি আপনার কাজ নয়া উদ্যমে শুরু করতে পারবেন।
সত্যিকার অর্থে বাঁচো
আমাদের অনেকেরই কিছু ইচ্ছা আছে যা আমরা বিভিন্ন চাপে পূরণ করতে পারিনা। পড়ালেখার চাপ, চাকরির চাপ, পারিবারিক চাপ ইত্যাদি ইত্যাদি। আমাদের বন্ধুরা দূরে ভ্রমণ করতে যাচ্ছে, সমুদ্রের নীল পানির সাথে ছবি তুলছে যা আমরা আমাদের ঘরে বা অফিসে বসে মুঠোফোনে দেখছি। আমরা বসে আছি জিন্দেগি না মিলেগি দোবারা এর অর্জুনের মতো। আমরা ৪০ পার করবো। তখন সময় হবে সবকিছু ঘুরে দেখার। কিন্তু সময় আর হয় না। ঘর থেকে বের হয়ে সূর্যাস্তটাও দেখা হয় না।
এজন্যই হয়ত আপেলের সাবেক সিইও, স্টিভ জবস বলেছেন, “সময় সীমিত, তাই অন্য কারো জীবন যাপন করে তা নষ্ট করো না।”
নিজের জন্যে সত্যিকার অর্থে বাঁচা শিখুন। সময়কে নিজের জন্য কাজে লাগান।
স্বপ্ন দেখো সাহস নিয়ে
আপনার সবথেকে ভয়ঙ্কর স্বপ্নগুলো বাস্তবায়ন করার জন্য কাজ করুন। যত কঠিনই তা হোক না কেন আপনি সব জটিলতা পার করে সেই স্বপ্ন ছুঁতে এগিয়ে যান। যত জটিলতা আসুক সাহস রেখে নিজেকে বলুন ‘আমি পারবো’।
যেমনটা মার্কিন টেলিভিশন প্রযোজক, অফ্রা উইনফ্রে বলেছেন, “জীবনের সবথেকে দুঃসাহসিক কাজ নিজের স্বপ্নের জীবন যাপন করা”।
প্রতিকূলতা অতিক্রম করে যাওয়া
আপনার লক্ষ্য অর্জনে অনেক প্রতিকূলতা আসবে। এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু এই প্রতিকূলতায় নিজেকে হারিয়ে ফেললে চলবে না। বরং ধৈর্য ধরে সব প্রতিকূলতা পার করে ফেলতে হবে।
স্পেসএক্সের মালিক এলন মাস্ক, যেমন বলেন, “কোন কিছু যখন তোমার কাছে গুরুত্বপূর্ণ হয়, পরিস্থিতি তোমার অনুকূল না হলেও তুমি তা করে দেখাবে।”
তার এই উপদেশ আমরা তার জীবন দেখলেই উপলব্ধি করতে পারি। সমস্ত প্রতিকূলতাকে পার করে তিনি তারা একেকটি কাজ সফলভাবে বাস্তবায়ন করেছেন।
প্রথমে প্রভাব, তারপর লাভ
আপনি কতটুকু উপার্জন করছেন তার উপর আপনার সফলতা সীমাবদ্ধ নয়। বরং আপনার সফলতার পিছনে আপনি মানুষকে কীভাবে অনুপ্রাণিত করেছেন, বা আপনার সম্পর্কে আপনার পরিচিত মহলের কেমন ধারণা তার উপরও নির্ভর করছে। আপনাকে অবশ্যই প্রভাব বিস্তার করবে এবং সেটা হবে ইতিবাচক।
সাবেক মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামার উক্তিতে আমরা তা অনুধাবন করতে পারি। তিনি বলেন, “সাফল্য মানে শুধু নিজেকে উপকৃত করা নয় বরং অন্যদের জীবনেও ইতিবাচক প্রভাব ফেলা”।
সমাধান আবিষ্কার করা
ধরুন আপনি কোন সমস্যার মধ্যে পড়েছেন। কীভাবে বের হবেন তা বুঝে উঠতে পারছেন না। এসময় দিশেহারা হয়ে হাল ছেড়ে দেবন না। ঠান্ডা মাথায় ভাববেন কোথায় কোন কাজে সমস্যাটা হয়েছে। চিন্তা করবেন কীভাবে সেখান থেকে বের হয়ে আসা যায়।
মনে রাখবেন মার্কিন ব্যবসায়ী জেব বেজস বলেছেন, “কোন একটি আবদ্ধ জায়গা থেকে বের হয়ে আসার একমাত্র উপায় হলো নিজের রাস্তা নিজে বের করা”।
অন্যদের ক্ষমতায়ন করো
নিজের সাফল্যের সাথে সাথে অন্যদেরকেও অনুপ্রাণিত করতে হবে। তাদের সাফল্যে খুশি হতে হবে, প্রশংসা করতে হবে। একে অপরের মনোবল জোগাতে হবে। বিপদে পড়লে পাশে থাকতে হবে।
সাবেক আমেরিকান টেনিস খেলোয়াড়, সেরেনা উইলিয়ামস যেমন বলেছেন, “প্রত্যেক নারীর সাফল্য অন্য নারীর জন্য অনুপ্রেরণার হওয়া উচিত। একে অপরের মনোবল বাড়ানোর মাধ্যমেই আমরা শক্তিশালী হয়ে উঠি।
বেশি বেশি জানুন
জীবনের যে অবস্থানেই থাকুন না কেন সবসময় জ্ঞান আহরণের মানসিকতা রাখতে হবে। প্রত্যেক সফল ব্যক্তিই প্রতিনিয়ত জ্ঞানচর্চা করেন। সফল হতে হলে জ্ঞানস্পৃহা বাড়াতে হবে।
বার্কশায়ার হ্যাথাওয়ের চেয়ারপারসন ওয়ারেন বাফেট বলেন, “যত বেশি শিখবে ততো বেশি উপার্জন করবে”।
ব্যর্থতা মেনে নিন
বিখ্যাত সিরিজ হ্যারি পটার বইয়ের লেখিকা জে. কে. রাওলিং বলেছেন, “জীবনের কোন কিছুতেই ব্যর্থ না হওয়া অসম্ভব যদিনা তুমি এতো সাবধানতার সাথে চলাচল করেছো যে তুমি জীবনকে উপভোগই করতে পারোনি।”
ব্যর্থতাকে মেনে নেওয়ার মাধ্যমেই সফলতা আসবে। ব্যর্থতাই যে সফলতার চাবিকাঠি তা আমরা রবার্ট ব্রুসের গল্প শুনলেই বুঝতে পারি।
নিজে পরিবর্তন হওয়া
আমরা যদি নিজেকে পরিবর্তন না করে পরিবর্তনের আশা করি তাহলে সে পরিবর্তন কখনোই আসবে না। পরিবর্তন হতে হবে নিজ জায়গা থেকে তবেই আসবে কাঙ্ক্ষিত সফলতা।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ঠিকই বলেছেন, “পরিবর্তন ততক্ষণ আসবে না যতক্ষণ আমরা কোন ব্যক্তি বা সময়ের জন্য অপেক্ষা করে থাকবো। আমরাই তারা যাদের জন্য আমাদের অপেক্ষা।”
স্বপ্ন দেখতে হবে কোন ভয় ছাড়া
ইংরেজ ব্যবসায়িক ধনকুবের রিচার্ড ব্র্যানসন বলেছেন, “তোমার স্বপ্ন যদি তোমাকে ভয় না দেখায় তাহলে সেটা স্বপ্নই না।”
কথায় আছে আমরা ঘুমিয়ে থেকে যা দেখি তা স্বপ্ন না বরং জেগে থেকে যা দেখি সেটাই স্বপ্ন। স্বপ্ন সেটাই যেটা আমাদেরকে ঘুমাতে দেয় না। স্বপ্ন এমন রাখতে হবে যা জয় করার জন্য আপনার রাতের ঘুম উড়ে যাবে।
তথ্যসূত্র
ইকনোমিক টাইমস
সুরাইয়া