
ছবিঃ সংগৃহীত
যদিও এ বছরের চারমাস প্রায় অতিক্রান্ত হত্র চলল, তারপরও নতুন স্বপ্ন দেখা জারি রাখতে পারেন চার রাশির জাতক-জাতিকারা। নতুন বছর মানেই নতুন স্বপ্ন আর লক্ষ্য! আর ২০২৫ সালটা চারটি রাশির জন্য হতে যাচ্ছে অর্থনৈতিক সাফল্যের বছর, বলছেন জ্যোতিষী ইভান নাথানিয়েল গ্রিম।
জ্যোতিষীয় মতে, জুপিটার ও ভেনাসের মিলন এবং প্লুটোর প্রভাব এই চারটি রাশির জন্য বিপুল সম্পদের দুয়ার খুলে দিতে পারে। চলুন, জেনে নেই এই চারটি রাশি সম্পর্কে।
মিথুন
প্রথমেই থাকছে মিথুন রাশি। ২০২৫ সালে মিথুনের ভাগ্যে রয়েছে আকস্মিক আর্থিক সমৃদ্ধি। এ রাশির জাতক-জাতিকার যৌথ সম্পদ ও সম্পত্তি নিয়ে বড় সুযোগ আসতে পারে। এছাড়া কর্মক্ষেত্রে প্রমোশন বা কাঙ্ক্ষিত স্যালারি পেতে পারেন। ঠিকঠাক ফোকাস থাকলে বছরটি হতে পারে আপনার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট।
ধনু
ধনু রাশির জাতক-জাতিকার সম্পত্তি কেনা-বেচার মাধ্যমে বিশাল আর্থিক লাভের সম্ভাবনা। এছাড়া অতিরিক্ত আয়ের উৎস খুঁজে পাবেন যা আত্ম উন্নয়নেও কাজে লাগবে। এক্ষেত্রে সঠিক সিদ্ধান্তই হতে পারে সফলতার চাবিকাঠি।
মকর
প্যাসিভ ইনকামের ওপর জোর দেবে মকর রাশি। বিনিয়োগ ও পার্টনারশিপে লাভবান হবেন। তবে অতিরিক্ত অর্থপ্রীতি থেকে দূরে থাকতে হবে।
কর্কট
ইনভেস্টমেন্ট বা উত্তরাধিকারসূত্রে অর্থপ্রাপ্তির সম্ভাবনা। আর্থিক দিক দিয়ে আত্মনির্ভরতা তৈরি হবে। পরিকল্পনা অনুযায়ী চললে বছরটি হবে আপনার জন্য বেশ লাভজনক।
২০২৫ সালে এই চারটি রাশির জাতক-জাতিকারা দেখতে পাবেন অর্থনৈতিক অগ্রগতির লক্ষণ। যদিও প্লুটোর প্রভাব ধীরে ধীরে কাজ করে, তবুও বছরজুড়ে সাফল্যের ইঙ্গিত পাওয়া যাবে।
সূত্রঃ ইওর ট্যাঙ্গো
আরশি