ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

তরুণ বয়সে যে ভুলগুলো আমরা হরহামেশাই করি!

প্রকাশিত: ১৭:২৮, ১৬ এপ্রিল ২০২৫

তরুণ বয়সে যে ভুলগুলো আমরা হরহামেশাই করি!

ছবিঃ সংগৃহীত

তরুণ বয়সটা জীবনের এক রঙিন মোড়। স্বপ্ন, চ্যালেঞ্জ আর ভবিষ্যতের ভিত গঠনের সময়। কিন্তু এই সময়েই আমরা এমন কিছু ভুল করে ফেলি, যার প্রভাব বহু বছর থেকে যায়। নিচে থাকছে এমন কয়েকটি ভুলের গল্প।

অনেকেই মনে করেন, টাকা-পয়সার হিসাব পরে শিখে নেবেন। ফলে সঞ্চয়, বিনিয়োগ, ক্রেডিট ব্যবস্থাপনা শেখা হয় না, যা ভবিষ্যতে বিভিন্ন সমস্যার জন্ম দিতে পারে। তাই  দেনায় জড়িয়ে পড়েন। অর্থনৈতিকভাবে সাবলম্বী হওয়ার শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। এছাড়া খরচের হিসাব রাখা, বাজেট করা, কম্পাউন্ড ইন্টারেস্ট বোঝা, এই ছোট অভ্যাসই ভবিষ্যতের জন্য বিশাল সুবিধা বয়ে আনতে পারে।

এ কারণে ভেবে-চিন্তে ক্যারিয়ার বাছাই করতে হবে। ভবিষ্যৎহীন চাকরিতে পড়ে থাকা যাবে না। এটা হল ক্যারিয়ার এক্সপ্লোর করার সময়। শেখার সুযোগ যেখানে বেশি, সেখানেই সময় দিতে হবে। পাশাপাশি শরীর-স্বাস্থ্যের প্রতি অবহেলায় ভবিষ্যতের অসুখগুলো জন্ম নেয়। এদিকে খেয়াল রাখতে হবে।  

আর নিজের জীবন অন্যদের সঙ্গে তুলনা করা যাবে না। মনে রাখতে হবে, সোশ্যাল মিডিয়ায় অন্যের সফলতা দেখে নিজের জীবনকে কম মনে করা, সবচেয়ে বিপজ্জনক ফাঁদ।

সূত্রঃ নিউ ট্রেডার ইউ

আরশি

×