ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিফটে আয়না কেন? কারণটা জানলে চমকে উঠবেন!

প্রকাশিত: ১৬:১৭, ১৬ এপ্রিল ২০২৫

লিফটে আয়না কেন? কারণটা জানলে চমকে উঠবেন!

ছবি সংগৃহীত

বহুতল ভবনে ওঠানামার সময় আমরা প্রতিদিনই লিফট ব্যবহার করি। অনেক সময় লিফটে ঢুকেই আয়নার সামনে নিজেকে ঠিকঠাক করি, চুল বা পোশাক দেখে নিই। কিন্তু কখনো কি ভেবেছেন, লিফটের ভেতরে আয়না কেন থাকে? কেবল সাজগোজের জন্যই নয়, এর পেছনে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ কারণ।

বিশেষজ্ঞদের মতে, লিফটে আয়না রাখার পেছনে মূলত চারটি বড় কারণ রয়েছে—

মনস্তাত্ত্বিক স্বস্তি ও ঘাবড়ে যাওয়া কমানো

লিফট হলো একটি সীমিত ও বন্ধ জায়গা, যেখানে কিছু মানুষ একসঙ্গে থাকতে বাধ্য হয়। অনেকেই এমন জায়গায় থাকলে ‘ক্লস্ট্রোফোবিয়া’ বা ভয় পান। আয়না এই ভয় অনেকটা হ্রাস করে। আয়নায় চারপাশটা বড় ও খোলামেলা মনে হয়, ফলে মানুষ মনস্তাত্ত্বিকভাবে আরাম বোধ করে।

সময় কাটানো ও মনোযোগ সরানো

লিফটে কয়েক সেকেন্ডের যাত্রাও অনেক সময় দীর্ঘ মনে হয়। আয়নায় নিজের চেহারা বা পোশাক দেখে মানুষ কিছুটা ব্যস্ত থাকে, এতে সময় দ্রুত চলে যায় বলে মনে হয় এবং কেউ বোরড বা অস্থির হয় না।

নিরাপত্তা ও সচেতনতা

আয়না থাকলে যাত্রীরা সহজেই লিফটের পেছনে বা পাশে থাকা ব্যক্তিদের দেখতে পারেন। এতে অপ্রীতিকর ঘটনা বা চুরি-ছিনতাইয়ের ঝুঁকি কিছুটা কমে। অনেক নারী যাত্রীও এতে স্বস্তিবোধ করেন।

হুইলচেয়ার ব্যবহারকারীদের জন্য সহায়ক

বিশ্বের অনেক দেশে হুইলচেয়ার ব্যবহারকারীদের জন্য আয়না গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আয়না ব্যবহার করে তারা সহজেই বুঝতে পারেন, লিফটে ঠিকভাবে প্রবেশ ও বের হওয়া সম্ভব কিনা। এটি এক ধরনের দিক নির্দেশক হিসেবেও কাজ করে।

আশিক

×