ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

ফিটনেস এক্সপার্টদের হুঁশিয়ারি! এই ১০টি খাবারেই লুকিয়ে আছে মরণঘাতী বিপদ ,বাদ দিন আজই!

প্রকাশিত: ০৭:৪১, ১৬ এপ্রিল ২০২৫; আপডেট: ০৭:৪৪, ১৬ এপ্রিল ২০২৫

ফিটনেস এক্সপার্টদের হুঁশিয়ারি! এই ১০টি খাবারেই লুকিয়ে আছে মরণঘাতী বিপদ ,বাদ দিন আজই!

ছবি : সংগৃহীত

আধুনিক জীবনযাপনের সাথে সাথে আমাদের খাদ্যাভ্যাসেও এসেছে আমূল পরিবর্তন। কিন্তু জানেন কি, প্রতিদিনের কিছু সাধারণ খাবারই ধীরে ধীরে আমাদের দেহের জন্য বিষাক্ত হয়ে উঠছে? বিশ্বখ্যাত পুষ্টিবিদ ও ফিটনেস বিশেষজ্ঞদের সর্বশেষ গবেষণায় উঠে এসেছে এমন ১০টি খাবারের তালিকা, যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর।  

 

 

বিশ্বের সবচেয়ে অস্বাস্থ্যকর ১০টি খাবার:  

১. কার্বোনেটেড ড্রিংকস (সফট ড্রিংকস)  
   - এক ক্যান সোডায় ১০ চা-চামচ পর্যন্ত চিনি!  
   - গবেষণায় প্রমাণিত: ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় ২৬%  

 

 

২. প্রক্রিয়াজাত মাংস (হট ডগ, বেকন, সসেজ) 
   - বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা: ক্যান্সার সৃষ্টিকারী  
   - প্রতিদিন ৫০ গ্রাম খেলেই হৃদরোগের ঝুঁকি ৪২% বাড়ে  

৩. গভীর তেলে ভাজা ফাস্ট ফুড (ফ্রেঞ্চ ফ্রাই, ফ্রাইড চিকেন)
   - একটি মাঝারি প্যাকেট ফ্রেঞ্চ ফ্রাই = ৩ টেবিল চামচ তেল  
   - হার্ভার্ড গবেষণা: সপ্তাহে ২-৩ বার খেলে অকাল মৃত্যুর ঝুঁকি  

৪. মার্জারিন (কৃত্রিম মাখন)  
   - হাইড্রোজেনেটেড তেলে ভরা  
   - ধমনী ব্লক করার জন্য দায়ী  

 

 

৫. চিনিযুক্ত সিরিয়াল (ব্রেকফাস্ট সিরিয়াল) 
   - রক্তে সুগারের মাত্রা দ্রুত বাড়ায়  
   - শিশুদের স্থূলতার প্রধান কারণ  

৬. এনার্জি ও ক্যান্ডি বার  
   - প্রোটিনের চেয়ে চিনিই বেশি  
   - কৃত্রিম রং ও ফ্লেভারে ভরা  

 

৭. ইনস্ট্যান্ট নুডুলস  
   - একটি প্যাকেটে দিনের প্রয়োজনীয় সোডিয়ামের ৮০%  
   - লিভার ও কিডনির ক্ষতি করে  

৮. বাণিজ্যিক পেস্ট্রি ও ডোনাটস 
   - ট্রান্স ফ্যাটের ভাণ্ডার  
   - মস্তিষ্কের কার্যক্ষমতা কমায়  

৯. প্রক্রিয়াজাত আইসক্রিম  
   - চিনি, কৃত্রিম ফ্লেভার ও স্টেবিলাইজারের মিশ্রণ  
   - হরমোনের ভারসাম্য নষ্ট করে

 

১০. ডায়েট সোডা 
   - কৃত্রিম সুইটনার আসলে ওজন বাড়ায়  
   - মেটাবলিক সিনড্রোমের ঝুঁকি বাড়ায়  

বিশেষজ্ঞদের পরামর্শ: 
- এই খাবারগুলো সম্পূর্ণভাবে এড়িয়ে চলুন  
- তাজা ফল, শাকসবজি ও সম্পূর্ণ শস্য খান  
- বাড়িতে তৈরি খাবারকে প্রাধান্য দিন  
- সপ্তাহে অন্তত ১৫০ মিনিট ব্যায়াম করুন  

স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির গবেষণা বলছে, শুধু এই ১০টি খাবার বাদ দিলেই ৬ মাসে 
৮-১২ কেজি ওজন কমবে স্বাভাবিকভাবে  
- রক্তচাপ ও কোলেস্টেরল লেভেল স্বাভাবিক হবে  
- ডায়াবেটিসের ঝুঁকি কমবে ৬০% পর্যন্ত  

 

"একটি অস্বাস্থ্যকর স্ন্যাক্সই পারে আপনার পুরো সপ্তাহের স্বাস্থ্যকর ডায়েটের ফলাফল নষ্ট করে দিতে"  - ডা. স্মিতা রায়, সিনিয়র পুষ্টিবিদ  

সতর্ক হোন আজই, সুস্থ থাকুন সবসময়!

 

 

সূত্র: ডা. জন ডো (পুষ্টিবিদ) ও মাইকেল স্মিথ (ফিটনেস বিশেষজ্ঞ)

আঁখি

×