ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

শুধু পরিশ্রম নয়, সাফল্যের আসল চাবিকাঠি নিজেকে খুঁজে পাওয়া, এক উদ্যোক্তার ব্যতিক্রমী যাত্রা!

প্রকাশিত: ২২:৫০, ১৫ এপ্রিল ২০২৫; আপডেট: ২২:৫১, ১৫ এপ্রিল ২০২৫

শুধু পরিশ্রম নয়, সাফল্যের আসল চাবিকাঠি নিজেকে খুঁজে পাওয়া, এক উদ্যোক্তার ব্যতিক্রমী যাত্রা!

ছবিঃ সংগৃহীত

"কঠোর পরিশ্রম করলেই সফল হওয়া যায়"—এ কথা আমরা প্রায় সবাই শুনেছি। কিন্তু আমেরিকার এক সফল উদ্যোক্তা বলছেন, এই ধারণা পুরোপুরি সঠিক নয়। বরং, একে ঘিরে আছে একটি গভীর ভুল ধারণা, যা বহু মানুষকে অবচেতনেই ভুল পথে নিয়ে যাচ্ছে।

নিজের জীবনের অভিজ্ঞতা থেকে তিনি জানান, নিজের কুড়ি ও তিরিশের দশকে তিনি বিশ্বাস করতেন, কঠোর পরিশ্রমই সাফল্যের মূল চাবিকাঠি। প্রতিদিন ভোরে উঠে আত্মউন্নয়নমূলক বই পড়া, অসংখ্য পডকাস্ট শোনা, উদ্যোক্তা গুরুর কথা মেনে চলা—সবই ছিল তার দৈনন্দিন জীবনের অংশ। ফলাফল হিসেবে, তিনি একাধিক কোম্পানি গড়েন, অর্থ উপার্জন করেন এবং বাইরের দৃষ্টিতে সফলও হন।

তবে ভিতরে ভিতরে তার মধ্যে জন্ম নেয় এক শূন্যতা। জীবনের অর্জনগুলো দেখে মনে হলেও সফল, তার হৃদয়ে ছিল অস্থিরতা ও অপূর্ণতার বোধ। এক সময় তিনি বুঝতে পারেন, ‘কঠোর পরিশ্রমই সাফল্যের গ্যারান্টি’—এই বিশ্বাসটি এক ধরনের ভ্রান্ত ধারণা।

২০১৪ সালে নিউইয়র্কে এক বন্ধুর মাধ্যমে তার দেখা হয় এক ব্রাজিলিয়ান শামান রুদা ল্যান্ডের সঙ্গে। সেই সাক্ষাৎ বদলে দেয় তার দৃষ্টিভঙ্গি। রুদা তাকে শেখান—সফলতা খুঁজতে বাইরে নয়, তাকাতে হবে নিজের ভিতরে। নিজের ভয়, সংশয় ও অনুভূতির সঙ্গে সংযোগ স্থাপন করলেই মানুষ খুঁজে পায় তার প্রকৃত পথ।

উদ্যোক্তা ব্যক্তি বলেন, “রুদা আমাকে এমন প্রশ্ন করেছিলেন, যা আমি কখনো নিজেকে করিনি—আমি আসলে কাদের প্রমাণ দিতে চাই? যদি সব থেমে যায়, আমি কিসের ভয় করি?” এই প্রশ্নগুলোই ধীরে ধীরে তাকে নিজের অন্তর্নিহিত সত্য খুঁজে পেতে সাহায্য করে।

রুদার ‘আউট অফ দ্য বক্স’ অনলাইন কোর্সের মাধ্যমেও তিনি নতুনভাবে ভাবতে শিখেছেন সাফল্য, কর্ম এবং জীবনের অর্থ সম্পর্কে। তিনি এখনো কাজ করেন, প্রতিষ্ঠান গড়েন, কিন্তু সেই কাজ আসে ভয়ের জায়গা থেকে নয়, আসে অন্তরের গভীর উপলব্ধি থেকে।

তার মতে, "সত্যিকারের সফলতা আসে নিজের প্রকৃত সত্তার সঙ্গে মিল রেখে কাজ করার মাধ্যমে। ক্লান্তি বা ব্যর্থতাও কখনো কখনো আমাদের পথ দেখাতে পারে—যদি আমরা তা শুনতে শিখি।"

যারা আজ হতাশ, ক্লান্ত বা নিজের সাফল্য নিয়ে সন্দিহান—তাদের উদ্দেশ্যে তার বার্তা, "সমস্যা হতে পারে আপনার ভেতরে নয়, বরং সেই ছাঁচে যার মধ্যে আপনাকে মানানো হয়েছে। হয়তো সময় এসেছে নিজের জীবনের প্রশ্নগুলো নতুনভাবে জিজ্ঞেস করার।"

 

সূত্রঃ https://dmnews.com/jus-work-hard-and-youll-succeed-everyone-says-they-were-wrong-heres-what-works/

রিফাত

×