
ছবিঃ সংগৃহীত
প্রেমের সম্পর্ক যখন হঠাৎ ভেঙে যায়, তখন মনে হয় কিছু বুঝে ওঠার আগেই সব শেষ! তবে জানেন কি? প্রতিটি রাশিরই কিছু এমন ব্যাপার আছে যা সম্পর্কে প্রভাব ফেলতে পারে। জেনে নিন, কোন রাশি কেন প্রেমে ব্যর্থ হয়?
মেষ (Aries)
এ রাশির জাতকরা অন্যজনকে গুরুত্ব না দেওয়া, একতরফা পরিকল্পনা করে, যার ফলে সম্পর্ক শুরুর আগেই ভেঙে যেতে পারে।
বৃষ (Taurus)
এদের অভ্যাস অতিরিক্ত যাচাই করা। সবকিছুতেই যাচাই করতে গিয়ে সম্পর্ক শেষ করবেন না।
মিথুন (Gemini)
এরা অনেক বেশি অপশন খোলা রাখতে চায়। অন্যদিকে আবেগ এলে সরে যায়।
কর্কট (Cancer)
এরা বেশি কল্পনাপ্রবণ। অপ্রয়োজনীয় আশা করে। অনেক সময় বাস্তবতা না বুঝে সম্পর্ক ধরে রাখতে চায়।
সিংহ (Leo)
এরা অনেকটা না হলে চলবে না মানসিকতার। তবে এরা খুব সহজে কাউকে ছেড়ে দেয়।
কন্যা (Virgo)
এরা সাধারণত ইমোশনাল গ্যাপে সম্পর্ক ভেঙে ফেলে। অনেক সময় আবেগ প্রকাশ করতে ব্যর্থ হয়।
তুলা (Libra)
এরা সবসময় ভদ্র থাকতে গিয়ে আসল নিজেকে প্রকাশ করে না। ফলে সম্পর্ক হয়ে পড়ে অপ্রাকৃত।
বৃশ্চিক (Scorpio)
এরা অনেকটা এরকম যে, তাড়াতাড়ি আগুন জ্বলে, দ্রুত নিভেও যায়। অনেক সমইয়, গভীর সম্পর্ক গড়ার আগেই শেষ করে দেয়।
ধনু (Sagittarius)
এরা স্বাধীনতা প্রিয়। তাদের কাছে, সম্পর্ক একটা বাঁধন বলে মনে হয়। তাই তারা পালিয়ে যায়।
মকর (Capricorn)
এদের কাছে কাজই সব, প্রেমের জন্য সময় নেই। নিজের ব্যস্ততাকে অজুহাত বানায়।
কুম্ভ (Aquarius)
এরা বেশিদিন ঘনিষ্ট থাকতে পছন্দ করে না। দূরত্ব তৈরি করে নেয় নিজেই।
মীন (Pisces)
এরা ভাবে, সঙ্গী তার মনের কথা বুঝবে। এ কারণে নিজের চাহিদা প্রকাশ করে না।
সূত্রঃ ইওর ট্যাঙ্গো
আরশি