ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

চুলের গোড়া শক্ত ও বৃদ্ধি নিশ্চিতে যেভাবে তৈরি করবেন মেথি-পেঁয়াজ-রোজমের হেয়ার অয়েল

প্রকাশিত: ১৫:৪৭, ১৫ এপ্রিল ২০২৫; আপডেট: ১৫:৪৭, ১৫ এপ্রিল ২০২৫

চুলের গোড়া শক্ত ও বৃদ্ধি নিশ্চিতে যেভাবে তৈরি করবেন মেথি-পেঁয়াজ-রোজমের হেয়ার অয়েল

ছবি: সংগৃহীত

প্রাকৃতিক উপাদানে তৈরি হেয়ার অয়েল এখন চুলের যত্নে অন্যতম জনপ্রিয় সমাধান হয়ে উঠেছে। বিশেষ করে যাঁরা অতিরিক্ত চুল পড়া, আগা ফাটা বা নতুন চুল গজানোর সমস্যা নিয়ে চিন্তিত, তাঁদের জন্য মেথি, পেঁয়াজ ও রোজমেরির সংমিশ্রণে তৈরি হেয়ার অয়েল হতে পারে এক কার্যকর ঘরোয়া সমাধান।

চুলের বৃদ্ধি, স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বৃদ্ধি এবং চুলের গোড়া শক্ত করতে এই তিনটি উপাদানের গুরুত্ব অপরিসীম বলে জানিয়েছেন বিউটি ও আয়ুর্বেদ বিশেষজ্ঞরা।

উপকারিতা:
মেথি (ফেনুগ্রিক): এতে থাকা নিকোটিনিক অ্যাসিড ও প্রোটিন চুল পড়া কমাতে সাহায্য করে এবং চুলের গোড়া মজবুত করে।
পেঁয়াজ: সালফার সমৃদ্ধ হওয়ায় এটি চুল গজাতে সাহায্য করে এবং স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়ায়।
রোজমেরি: এটি একটি শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট, যা চুল পড়া কমায় এবং নতুন চুল গজাতে সহায়তা করে।

যেভাবে তৈরি করবেন মেথি-পেঁয়াজ-রোজমেরি তেল:
প্রয়োজনীয় উপকরণ:
মেথি দানা – ২ টেবিল চামচ
মাঝারি আকারের পেঁয়াজ – ১টি (কুচি করা)
রোজমেরি ড্রাই হার্ব – ১ টেবিল চামচ (বা ৫-৬টি ফ্রেশ পাতা)
নারকেল তেল / অলিভ অয়েল / বাদাম তেল – ১ কাপ

প্রস্তুত প্রণালী:
প্রথমে মেথি দানাগুলো ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিন।
একটি প্যানে তেল দিন এবং তাতে কুচি করা পেঁয়াজ দিন।
পেঁয়াজ হালকা বাদামি হয়ে এলে তাতে মেথি এবং রোজমেরি দিন।
খুব হালকা আঁচে ১০–১৫ মিনিট রান্না করুন, যতক্ষণ না সব উপাদান তেলে ভালোভাবে মিশে যায়।
তেল ঠান্ডা হলে ছেঁকে একটি কাঁচের বোতলে সংরক্ষণ করুন।

ব্যবহারবিধি:
সপ্তাহে ২–৩ বার এই তেল স্ক্যাল্পে ম্যাসাজ করে লাগান।
অন্তত ১ ঘণ্টা রেখে তারপর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
চাইলে রাতে লাগিয়ে সকালে ধুয়ে ফেলতেও পারেন।

কারও ত্বক সংবেদনশীল হলে ব্যবহারের আগে স্কিন প্যাচ টেস্ট করুন। তেলের গন্ধ তীব্র হওয়ায় ব্যবহারের সময় মাথা ঢেকে রাখতে পারেন। গর্ভবতী বা অ্যালার্জি-প্রবণ ব্যক্তিরা চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন।

বাজারচলতি কেমিক্যালযুক্ত হেয়ার প্রোডাক্টের পরিবর্তে ঘরে তৈরি এই প্রাকৃতিক হেয়ার অয়েল হতে পারে একটি নিরাপদ, সাশ্রয়ী ও কার্যকর বিকল্প। শুধু নিয়মিত ব্যবহার ও ধৈর্য থাকলেই প্রাকৃতিক উপায়ে চুল পড়া কমিয়ে নতুন চুল গজানো সম্ভব।

ফারুক

×