ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

জীবনের কঠিন সময়ে ছোট ছোট বিষয়ে সুখ খুঁজে নিবেন যেভাবে

প্রকাশিত: ১৫:১৮, ১৫ এপ্রিল ২০২৫

জীবনের কঠিন সময়ে ছোট ছোট বিষয়ে সুখ খুঁজে নিবেন যেভাবে

ছবিঃ সংগৃহীত

আমরা জানি, সবসময় খুশি থাকা কঠিন। তবে সুখ আসলে এক রকম দুষ্টু বিড়ালের মতো। আপনি ডাক দিলে আসে না, আপনার সব পরিকল্পনা উপেক্ষা করে। হয়ত কোনো কারণ ছাড়াই হুট করে আপনার প্রিয় মগটা ফেলে দেয় । তবে আপনি যদি ধৈর্য ধরেন, একটু শান্ত থাকেন, সুখ একসময় চুপচাপ এসে পাশে বসে পড়বে।

আমরা প্রায়ই ভাবি সুখ মানে বিশাল ঘটনা, যেমন লটারি জেতা বা আপনার পছন্দের ক্যাফেতে হঠাৎ ফ্রি কফিপান করা। কিন্তু আসলে সুখ হলো ছোট, মজার, অবাক করা কিছু মুহূর্তের কোলাজ। যেমন: এক কাপ ভালো চা, এমন হাসি যেটা আপনাকে আপনার অস্বস্তি ভুলিয়ে দেয়, বা চলন্ত গাড়ির জানালা দিয়ে মাথা বের করে রাখা।

সব সময় ফ্যান্টাস্টিক ফিল করাটাই সুখ নয়। কেউই সারাক্ষণ এত হাসিখুশি থাকে না। জীবন গোলমেলে, মানুষ অনির্দেশ্য। কোনো কিছু স্থায়ী নয়, আসল ব্যাপারটা হলো,সব গণ্ডগোলের মধ্যেও ছোট্ট সুখটাকে খুঁজে পাওয়া।

তাই একটু পাগলামি করুন। প্রিয় মোজা পরুন, এমনকি চায়ের পানি ফুটতে থাকা অবস্থায় রান্নাঘরে নাচতেও পারেন। আপনার গাছগুলোর নাম দিন, তাদের আলাদা চরিত্র দিন। জীবন সবসময় সহজ না। কিন্তু সুখ মানে প্রতিদিনের ছোট ছোট মুহূর্তগুলোতে আনন্দ খুঁজে পাওয়া।

সূত্রঃ টাইমস নাউ

আরশি

×