ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

দাঁত পড়ে গেলে কী প্রতিক্রিয়া হয়?

প্রকাশিত: ১৩:৫১, ১৫ এপ্রিল ২০২৫; আপডেট: ১৪:০০, ১৫ এপ্রিল ২০২৫

দাঁত পড়ে গেলে কী প্রতিক্রিয়া হয়?

ছবি: সংগৃহীত

শুধুমাত্র আক্কেল দাঁত ছাড়া অন্য যেকোনো দাঁত বার্ধক্য, দুর্ঘটনা, চিকিৎসা বা অন্যান্য কারণে পড়ে গেলে দেখা দিতে পারে নানা সমস্যা।

আক্কেল দাঁত হলো মাড়ির একদম শেষ মাধায় যে চারটি দাঁত। এগুলো সাধারণত কৈশোর বা যৌবনকালে হয়ে থাকে। উপরের দুইটি ও নিচের দুইটি মিলে মোট চারটি আক্কেল দাঁত। এছাড়া প্রাপ্ত বয়স্ক মানুষের মুখে ২৮ টি বিভিন্ন আকৃতি ও কাজের দাঁত থাকে।

দাঁত পড়ে গেলে ভিন্ন ভিন্ন স্বাদের যে খাবার সেসবের আর আগের মতো স্বাদ অনুভব হয়না।

দাঁত না থাকার কারণে সেই দাঁতের ওপরের বা নিচের দাঁতটি বাইরের দিকে সরে আসে, আশেপাশের দাঁতগুলোও সরে আসতে থাকে। ফলে মুখের আকৃতিতেও আসে লক্ষণীয় পরিবর্তন।

যাদের দাঁত নেই তাদের প্রকৃত চর্বনের অভাবে মস্তিষ্কে পর‌্যাপ্ত রক্ত সঞ্চালন হয় না। এতে অল্প বয়সেই মানুষের মাঝে ডিমেনশিয়া দেখা দেয়। এর ফলে মানুষের স্মৃতিশক্তি কমে যায়, ঝিমিয়ে থাকে, আগের মতো কর্মচাঞ্চল্য থাকে না।

সূত্র: https://www.facebook.com/share/r/162q4XsjQs/

মায়মুনা

×