
ছবি: প্রতীকী
ঘর পরিষ্কার করতে বাজার থেকে দামি দামি ক্লিনার কেনার দরকার নেই—আপনার রান্নাঘরের তাকে থাকা সাধারণ সাদা ভিনেগারের মতো অ্যাপল সিডার ভিনেগার (ACV) দিয়েও পরিষ্কার-পরিচ্ছন্নতার অনেক কাজ করা সম্ভব। তবে এক্ষেত্রে কিছু সাবধানতা অবলম্বন করতে হয়।
টেক্সাসের অস্টিন-ভিত্তিক ক্লিনিং এক্সপার্ট জ্যাকলিন স্টেইন বলেন, অ্যাপল সিডার ভিনেগার দিয়ে সাধারণ পরিষ্কারে ব্যবহার করা যায়—বিশেষ করে প্রাকৃতিক বা DIY পদ্ধতিতে পরিষ্কার করতে চাইলে। এটি গন্ধ দূর করতে, চিটচিটে ময়লা কাটতে এবং কিছুটা জীবাণুনাশ করতে পারে। তবে এটি ডিসইনফেকট্যান্ট নয়।
তাই এটি হালকা পরিষ্কারের জন্য ভালো, কিন্তু সব জায়গায় এটি ব্যবহার করা ঠিক নয়। নিচে জেনে নিন কীভাবে এবং কোথায় অ্যাপল সিডার ভিনেগার ব্যবহার করবেন, আর কোথায় একেবারেই করবেন না।
কীভাবে অ্যাপল সিডার ভিনেগার ব্যবহার করবেন?
অ্যাপল সিডার ভিনেগার কখনোই সরাসরি ব্যবহার করা উচিত নয়। একে অবশ্যই পানির সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে হবে। উদাহরণস্বরূপ, কিছুটা অ্যাপল সিডার ভিনেগার এবং কিছুটা পানি নিয়ে স্প্রে বোতলে মিশিয়ে নিন। তারপর পরিষ্কার কাপড়ে বা নরম স্পঞ্জে ব্যবহার করুন। যদি গন্ধে সংবেদনশীল হন, তাহলে কয়েক ফোঁটা ল্যাভেন্ডার বা লেবু এসেনশিয়াল অয়েল মেশাতে পারেন।
যেসব কাজে অ্যাপল সিডার ভিনেগার ব্যবহার করা যায়
জ্যাকলিন স্টেইনের মতে, নিচের ৬টি কাজে অ্যাপল সিডার ভিনেগার বেশ কার্যকর:
কাচ ও আয়না: পানি মিশিয়ে স্প্রে করে পরিষ্কার করুন—দাগ ছাড়া ঝকঝকে হবে।
মাইক্রোওয়েভ: পানিতে এক চামচ ACV দিয়ে গরম করুন, এরপর ভিতরের ময়লা সহজে মুছে ফেলুন।
গার্বেজ ডিসপোজাল: বেকিং সোডার সঙ্গে মিশিয়ে ড্রেনে ঢালুন—গন্ধ দূর হবে, চর্বিও কেটে যাবে।
লন্ড্রি: রিন্স সাইকেলে অর্ধ কাপ ভিনেগার দিলে জামা হবে নরম ও গন্ধহীন।
টয়লেট ক্লিনার: এক কাপ ACV রাতে ঢেলে দিন, সকালে ব্রাশ করে পরিষ্কার করুন।
কার্পেটের দুর্গন্ধ দূর: কার্পেটের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে। তবে প্রথমে একটি জায়গায় টেস্ট করে নিন।
যেসব জায়গায় অ্যাপল সিডার ভিনেগার ব্যবহার করবেন না
গ্রানাইট, মার্বেল, ট্রাভার্টিন ইত্যাদি প্রাকৃতিক পাথর: এতে দাগ পড়তে পারে, পালিশ নষ্ট হতে পারে।
কাঠ: কাঠ শুকিয়ে গিয়ে ফাটতে পারে বা রং উঠে যেতে পারে।
ইলেকট্রনিকস বা স্ক্রিন: অ্যাসিডিক হওয়ার কারণে ক্ষতি করতে পারে, বিশেষ করে LED স্ক্রিনে।
যেসব পণ্যে লেখা আছে 'অ্যাসিডিক ক্লিনার ব্যবহার করবেন না': লেবেল অবশ্যই পড়ে নিন।
ছাঁচ পরিষ্কার করা যাবে কি?
ACV-তে কিছুটা ছাঁচনাশক গুণ থাকলেও এটি বড় বা গভীর ছাঁচ দূর করতে যথেষ্ট নয়।
জ্যাকলিন স্টেইনের মতে, সাধারণ জানালার রেল বা হালকা জায়গায় ছাঁচ থাকলে ACV ব্যবহার করা যায়। তবে বাথরুম বা ওয়াল যেমন জায়গায় ডিস্টিল্ড হোয়াইট ভিনেগারই বেশি কার্যকর।
পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য আপনার রান্নাঘরের এই উপাদানটি হতে পারে সহজ, প্রাকৃতিক এবং সাশ্রয়ী সমাধান—শুধু জেনে-বুঝে ব্যবহার করলেই হয়।
সোর্স: https://www.southernliving.com/how-to-clean-with-apple-cider-vinegar-11711279
রবিউল হাসান