
ছবিঃ সংগৃহীত
রোজমেরি মাথার ত্বকে রক্ত চলাচল বাড়ায়, চুল গজাতে সাহায্য করে এবং চুল পড়া কমায়। এটি প্রাকৃতিক, অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর এবং স্ক্যাল্পকে মসৃণ ও পরিষ্কার রাখে। কয়েকটি সহজ উপায়ে রোজমেরি ব্যবহার করা যেতে পারেঃ
রোজমেরি অয়েল মাস্ক
উপকরণ: দুই টেবিল চামচ রোজমেরি ইনফিউজড অয়েল ও এক চা চামচ নারকেল তেল
পদ্ধতি: তেল একটু গরম করে মাথার ত্বকে ভালোভাবে ম্যাসাজ করুন।
৩০ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
রোজমেরি ও অ্যালোভেরা মাস্ক
উপকরণ: দুই টেবিল চামচ টাটকা অ্যালোভেরা জেল ও এক টেবিল চামচ রোজমেরি চা
পদ্ধতি: উপকরণগুলো মিশিয়ে চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত লাগান। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
ডিপ রিপেয়ার মাস্ক
উপকরণ: এক টেবিল চামচ রোজমেরি অয়েল ও এক টেবিল চামচ অলিভ অয়েল
পদ্ধতি: তেল দুটি ভালোভাবে মিশিয়ে ভেজা চুলে লাগান। চুল ঢেকে ৩০ মিনিট রাখুন, তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
সূত্রঃ ই টি অনলাইন
আরশি