ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

স্ট্রেস কমাতে সাহায্য করে যে পাঁচটি গাছ!

প্রকাশিত: ১৭:১৬, ১৪ এপ্রিল ২০২৫

স্ট্রেস কমাতে সাহায্য করে যে পাঁচটি গাছ!

ছবিঃ সংগৃহীত

আজকের ব্যস্ত জীবনে প্রকৃতির মাঝে সময় কাটানো প্রায় অসম্ভব। তাইতো প্রতিনিয়ত আমাদের নানা মানসিক চাপের মধ্য দিয়ে যেতে হয়। তবে চিন্তার কিছু নেই! আপনার ঘরেও গড়ে তুলতে পারেন সবুজের সমারোহ। এমন কিছু ইনডোর গাছ রয়েছে যা আপনার মুড ঠিক রাখবে আর স্ট্রেসও কমাবে অনেকখানি।

পিস লিলি

এ গাছের নামেই শান্তি! এই গাছ মন ভালো রাখে, মানসিক চাপ কমায়। এর পাশাপাশি ঘরের বাতাস বিশুদ্ধ রাখে।

জার্বেরা ডেইজি

রঙিন এই ফুলটি ঘরকে করে তোলে প্রাণবন্ত। এর বাহারি রং মন খারাপ থাকলেও মুখে এনে দিতে পারে হাসি।

স্নেক প্ল্যান্ট

তলোয়ারের মতো পাতাওয়ালা এই গাছ ঘরে আনে স্টাইল। এছাড়াও বাতাসে আর্দ্রতা ও অক্সিজেন বাড়াতে সাহায্য করে।

মনস্টেরা ডেলিসিওসা

কাজের চাপে কোথাও ঘুরতে যেতে পারছেন না? চিন্তার কিছু নেই। এই গাছটি ঘরে রাখলে আপনি পাবেন ট্রপিক্যাল ভ্যাকেশনের স্বাদ। এটি আপনার মুড ভালো রাখবে। আর ঘরের ডেকোরেশনে যোগ করবে অনন্যতা।

ক্যাকটাস

এই গাছটি ছাড়া যেন ঘর সাজানো যায় না আজকাল। এটি রাতে অক্সিজেন ছাড়ে, ঘুম ভালো করে আর কাজের ফোকাস বাড়ায়। গাছটি দেখতে ছোট হলেও এর অনন্যতা রইয়েছে সর্বত্র।

নিজের ঘরে অথবা বাড়ির কোণায় এই গাছগুলো রাখলেই স্ট্রেস দূর হবে, ঘর হবে সুন্দর, আর মন থাকবে ফুরফুরে! অফিস কিংবা বাসার ব্যস্ততায় যদি ক্লান্ত লাগে, একটুখানি সবুজেই ফিরবে হাসি!

সূত্রঃ নিউজ ১৮

আরশি

×