ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

গরমে চুল পড়া কমাতে কার্যকর ঘরোয়া ৩টি হেয়ার মাস্ক

প্রকাশিত: ১৫:৩৭, ১৪ এপ্রিল ২০২৫

গরমে চুল পড়া কমাতে কার্যকর ঘরোয়া ৩টি হেয়ার মাস্ক

ছবি সংগৃহীত

গরমকাল মানেই ঘাম, ধুলাবালি, তাপমাত্রা ঊর্ধ্বমুখী, যা সব মিলিয়ে চুলের জন্য এক আতঙ্কের সময়। অতিরিক্ত ঘাম ও স্ক্যাল্পে তেল জমে গিয়ে চুলের গোড়া দুর্বল হয়ে পড়ে, যার ফলে শুরু হয় অতিরিক্ত চুল পড়া। তবে ঘরোয়া কিছু প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হেয়ার মাস্কই হতে পারে এই সমস্যার সহজ সমাধান।

চলুন জেনে নিই গরমে চুল পড়া কমাতে কার্যকর তিনটি ঘরোয়া হেয়ার মাস্কের কথা:

অ্যালোভেরা ও নারকেল তেলের মাস্ক

উপকারিতা: অ্যালোভেরা স্ক্যাল্প ঠান্ডা রাখে ও চুলের গোড়া মজবুত করে। অন্যদিকে নারকেল তেল চুলে গভীর পুষ্টি জোগায়।

যেভাবে ব্যবহার করবেন: ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল ও ১ টেবিল চামচ নারকেল তেল ভালোভাবে মিশিয়ে স্ক্যাল্পে ও চুলে লাগান। ৩০ মিনিট রেখে হালকা গরম পানিতে ধুয়ে ফেলুন।

ডিম ও মধুর প্যাক

উপকারিতা: ডিমে প্রোটিন থাকায় এটি চুলের ভাঙন রোধ করে, আর মধু চুলে আর্দ্রতা ধরে রাখে এবং খুশকি কমায়।

যেভাবে ব্যবহার করবেন: ১টি ডিম ও ১ টেবিল চামচ মধু ভালোভাবে মিশিয়ে পেস্ট তৈরি করুন। স্ক্যাল্প ও চুলে লাগিয়ে ২০–২৫ মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

কলা ও দইয়ের মাস্ক

উপকারিতা: কলা চুলে প্রাকৃতিক সফটনেস আনে ও দই স্ক্যাল্পের ইনফ্লামেশন কমায়, যা চুল পড়া রোধে সহায়ক।

যেভাবে ব্যবহার করবেন: ১টি পাকা কলা ও ২ টেবিল চামচ টক দই মিশিয়ে মসৃণ পেস্ট তৈরি করুন। চুলে লাগিয়ে ৩০ মিনিট রেখে শ্যাম্পু দিয়ে পরিষ্কার করুন।

আশিক

×