ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

ওয়ারেন বাফেটের যে পরামর্শগুলো ইন্ট্রোভার্টদের জন্য অনুসরণীয়!

প্রকাশিত: ১৭:১৬, ১৩ এপ্রিল ২০২৫

ওয়ারেন বাফেটের যে পরামর্শগুলো ইন্ট্রোভার্টদের জন্য অনুসরণীয়!

ছবিঃ সংগৃহীত

বিশ্বের সবচেয়ে সফল বিনিয়োগকারীদের একজন হলেন ওয়ারেন বাফেট। তবে খুব কম মানুষ জানেন যে এই নম্র, মিতব্যয়ী মানুষটি একসময় ছিলেন চরম লাজুক। তিনি পাবলিক স্পিকিংকে এতটাই ভয় পেতেন যে কারো সামনে কথা বলতে হবে শুনলেই শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়তেন। কিন্তু আজ তিনি আত্মবিশ্বাসের সাথে হাজারো মানুষের সামনে বক্তব্য দেন। বাফেটের এই যাত্রা ইন্ট্রোভার্ট (অন্তর্মুখী) ব্যক্তিদের জন্য অনুপ্রেরণাদায়ক। নিচের আলোচনায় থাকছে ওয়ারেন বাফেটের ছয়টি বাস্তবভিত্তিক পরামর্শ, যা ইন্ট্রোভার্টদের জীবনে পরিবর্তন আনতে পারে।

১. ভয়কে মোকাবেলা করুন, পালিয়ে যাবেন না

ভয়কে এড়িয়ে গেলে সেটা আরও শক্তিশালী হয়। বাফেট ডেল কার্নেগির পাবলিক স্পিকিং কোর্সে নাম লিখিয়ে ধাপে ধাপে তার ভয় জয় করেন। আসলে ছোট পদক্ষেপ থেকেই আত্মবিশ্বাস তৈরি হয়।

২. ভাবার চেয়ে বেশি কাজ করুন

প্রস্তুতির অপেক্ষায় থাকবেন না। কাজ করেই প্রস্তুত হবেন। বাফেট টাকা দিয়ে কোর্সে নাম লিখিয়ে নিজেকে ব্যাকআউট করার সুযোগ দেননি। এটা ছিল তার জীবনের টার্নিং পয়েন্ট।

৩. যোগাযোগ দক্ষতা তৈরি করুন

যদি আপনি যোগাযোগ না করতে পারেন, তাহলে আপনি অন্ধকারেই রয়ে যাবেন। কিছুই করা সম্ভব হবে না। তাই লিখিত, একান্ত আলাপ বা পাবলিক স্পিকিং, যে কোনোভাবে নিজের ভাব প্রকাশের চর্চা করুন।

৪. যত তাড়াতাড়ি শুরু করবেন, তত ভালো

ভালো অভ্যাস গড়ে তুলুন যত তাড়াতাড়ি সম্ভব। যত বয়স বাড়ে, পুরনো অভ্যাস বদলানো তত কঠিন হয়। তাই তরুণ বয়স থেকেই নিজের স্কিল গড়তে থাকুন।

৫. একই অভিজ্ঞতাসম্পন্ন মানুষদের সঙ্গে শিখুন

যারা আপনার মতো অন্তর্মুখী, তাদের সাথে শেখার চেষ্টা করুন। একই ধরনের চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাওয়া মানুষের সঙ্গে শেখার পরিবেশ আত্মবিশ্বাস তৈরি করে।

৬. নিজেকে এমন জায়গায় রাখুন, যেখান থেকে ভালো কিছু করার সুযোগ আছে

নিজের উপর চাপ প্রয়োগ করুন, যাতে পুরনো অবস্থায় ফিরে যেতে না হয়। নিজের অবস্থান ও লক্ষ্য স্থির করুন।

ইন্ট্রোভার্ট মানেই সাফল্যের পথে বাঁধা নয়। বরং বাফেটের মতো ব্যক্তিরা প্রমাণ করেন, ভয়ের মুখোমুখি হয়ে, পরিকল্পিতভাবে স্কিল তৈরি করে, নিজের গতিতে এগিয়ে যেতে পারলেই বড় সাফল্য আসবে।

সূত্রঃ নিউ ট্রেডার ইউ

 

আরশি

×