ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৪ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২

আপনার পেছনে কেউ আপনাকে অপছন্দ করলে দেখাবে এই ৮টি সূক্ষ্ম আচরণ

প্রকাশিত: ১৪:৫৬, ১৩ এপ্রিল ২০২৫

আপনার পেছনে কেউ আপনাকে অপছন্দ করলে দেখাবে এই ৮টি সূক্ষ্ম আচরণ

মানুষের আচরণ সবসময় মুখের ভাষায় প্রকাশ পায় না। অনেক সময়ই আমরা এমন কিছু মানুষের মুখে হাসি দেখতে পাই, যারা অন্তরে আমাদের একেবারেই পছন্দ করে না। মুখে বন্ধুত্বের মুখোশ থাকলেও, তাদের সূক্ষ্ম আচরণগুলো বলে দেয়তারা আমাদের প্রতি বিরূপ মনোভাব পোষণ করছে। 

 

সম্প্রতি প্রকাশিত একটি মনস্তাত্ত্বিক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে উঠে এসেছে, কেউ গোপনে অপছন্দ করলে সেটি তার কিছু আচরণে প্রকাশ পায় একটু সচেতনভাবে খেয়াল করলে সহজেই বুঝে ফেলা যায় কার মনোভাব কী রকম। 

 

চলুন, দেখে নেওয়া যাক সেই ৮টি সূক্ষ্ম আচরণ— 

 

চোখে চোখে যোগাযোগ এড়িয়ে চলা 

চোখে চোখে যোগাযোগ মানুষের পারস্পরিক বিশ্বাস এবং আগ্রহের বহিঃপ্রকাশ। কেউ যদি আপনার দিকে বারবার চোখ না মেলে তাকায়, কিংবা চোখ এড়িয়ে চলেতবে তা হতে পারে তার অস্বস্তির প্রকাশ, যা অপছন্দের সূচক হতে পারে। 

 

সবসময়ব্যস্তথাকার অজুহাত

যদি কেউ বারবার দেখা করার পরিকল্পনা বাতিল করে এবং সবসময়ব্যস্তথাকে, কিন্তু দেখা যায় সে অন্যদের সঙ্গে আনন্দে সময় কাটাচ্ছেতবে বুঝতে হবে, আপনি তার অগ্রাধিকারের তালিকায় নেই। 

 

আপনার আচরণের অনুকরণ না করা

আচরণ অনুকরণ একটি প্রাকৃতিক মনস্তাত্ত্বিক অভিব্যক্তি। পছন্দের মানুষদের সাথে সময় কাটালে আমরা স্বতঃস্ফূর্তভাবে তাদের অঙ্গভঙ্গি অনুসরণ করি। কিন্তু কেউ যদি বারবার এই আচরণে অনাগ্রহ দেখায়, তবে তা তার অভ্যন্তরীণ বিরক্তির লক্ষণ হতে পারে। 

 

শরীরী ভাষায় অনাগ্রহের বহিঃপ্রকাশ

আলাপচারিতার সময় কেউ যদি শরীর ফিরিয়ে নেয়, হাত-পা গুটিয়ে রাখে বা নিরুৎসাহিত ভঙ্গিতে থাকে, তবে বুঝতে হবে সে মানসিকভাবে সেখানে নেই। এটিও আপনাকে এড়িয়ে চলার সূক্ষ্ম বার্তা

কখনোই কথা শুরু না করা

যে সম্পর্ক একপাক্ষিকভাবে টিকে থাকে, সেখানে মানসিক চাপ জন্ম নেয়। যদি সবসময় আপনাকেই আগে যোগাযোগ করতে হয়, এবং অপরপক্ষ স্বতঃস্ফূর্তভাবে কোনো আগ্রহ দেখায় নাতবে তা অবহেলার স্পষ্ট ইঙ্গিত। 

 

আপনার অর্জনকে গুরুত্ব না দেওয়া

বন্ধু, সহকর্মী বা পরিচিতজনের সাফল্যে খুশি হওয়াই স্বাভাবিক। কেউ যদি আপনার অর্জনে নির্লিপ্ত থাকে বা প্রসঙ্গ এড়িয়ে চলেতবে ধরে নেওয়া যায়, তারা আপনার উন্নতিতে অন্তর থেকে খুশি নন।

পরোক্ষভাবে অপমান করা

তোমাকে সাহসী লাগছে, এমন জামা পরেছো!”, কিংবাতোমার উপস্থাপনাটা ভালো হয়েছে, যদিও তোমার অভিজ্ঞতা কম”— এই ধরনের মন্তব্য বাহ্যিকভাবে প্রশংসা হলেও, ভিতরে লুকিয়ে থাকে অপমানের সূক্ষ্ম তীর। 

 

ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া বা উপেক্ষা করা

বন্ধুদের আড্ডা, সামাজিক অনুষ্ঠান, অফিসের দলীয় আলোচনা থেকে কেউ যদি আপনাকে বারবার বাদ দেয়, তবে তা নিছক ভুল নয়, বরং উদ্দেশ্যপ্রণোদিত অসন্তুষ্টির বহিঃপ্রকাশ।

তবে সবসময় মনে রাখা প্রয়োজন, মানুষ কেনো এমন আচরণ করে তার পেছনে থাকতে পারে নানা মানসিক চাপ, হীনম্মন্যতা কিংবা আত্মবিশ্বাসের অভাব। 

 

তাই কেউ যদি এই আচরণগুলো প্রদর্শন করে, প্রথমে তাকেখারাপনা ভেবে বরং নিজের অবস্থান বুঝে নেওয়াই বুদ্ধিমানের কাজ। আপনি চাইলে দূরত্ব রাখতে পারেন, অথবা আন্তরিকভাবে কথা বলে বিষয়টি পরিষ্কার করতে পারেন। 

 

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের মানসিক শান্তি বজায় রাখা এবং সেইসব মানুষদের সঙ্গেই সম্পর্ক রাখা, যারা আপনার উপস্থিতিকে সম্মান করে মূল্য দেয়।

 

সোর্স: https://geediting.com/gb-if-someone-secretly-dislikes-you-they-will-usually-display-these-8-subtle-behaviors/

রবিউল হাসান

×