ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৪ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২

ঘুম থেকে উঠেই যে অনুপ্রেরণাদায়ক উক্তিগুলো নিজেকে শোনাবেন!

প্রকাশিত: ১৪:২৩, ১৩ এপ্রিল ২০২৫; আপডেট: ১৪:৩০, ১৩ এপ্রিল ২০২৫

ঘুম থেকে উঠেই যে অনুপ্রেরণাদায়ক উক্তিগুলো নিজেকে শোনাবেন!

ছবিঃ সংগৃহীত

নতুন দিন মানেই নতুন সম্ভাবনা। জীবন যখন চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়, তখনই উঠে দাঁড়ানোর সাহস খুঁজে পাওয়া যায় অনুপ্রেরণায়। নিচে আলোচিত হয়েছে বিশেষ ব্যক্তিত্বদের এরকম ৯টি গভীর ও শক্তিশালী উক্তি, যা আপনাকে শক্তি, সাহস এবং নতুন দৃষ্টিভঙ্গির পাশাপাশি এনে দেবে অসাধারণ ব্যক্তিত্ব।

রুমির উক্তি—

‘আপনার পথে যে পরিবর্তন আসে, তাকে প্রতিরোধ করার চেষ্টা করবেন না। বরং জীবনের প্রবাহে নিজেকে ভাসতে দিন।’

হারুকি মুরাকামির উক্তি—

‘ঝড়ের ভেতর দিয়ে যখন আপনি বেরিয়ে আসবেন, তখন আর আপনি আগের মতো থাকবেন না।’ —

পাওলো কোয়েলহোর উক্তি—

‘আপনি যখন সত্যিকারের কিছু চান, তখন পুরো মহাবিশ্ব আপনাকে তা অর্জন করতে সাহায্য করে।’

নেলসন ম্যান্ডেলার উক্তি—

‘আমার সাফল্য দিয়ে আমাকে বিচার করবেন না। আমাকে বিচার করুন আমি কতবার পড়ে গেছি, তারপর আবার উঠে দাঁড়িয়েছি।’

এডওয়ার্ড গিবনের উক্তি—

‘বাতাস আর ঢেউ সবসময়ই দক্ষ নাবিকের পক্ষেই থাকে।’

লাও তজুর উক্তি—

‘আপনি যদি দিক পরিবর্তন না করেন, তবে আপনি যেখানে যাচ্ছেন, শেষমেশ সেখানেই পৌঁছাবেন।’

উইলিয়াম জেমসের উক্তি—

‘ এমনভাবে কাজ করুন যাতে আপনি যা করেন, তা গুরুত্ব রাখে। কারণ, আপনার কাজের অবশ্যই একটা প্রভাব আছে।’

শচীন তেন্ডুলকারের উক্তি—

‘যখন মানুষ আপনাকে লক্ষ্য করে পাথর ছোঁড়ে, আপনি সেগুলো দিয়ে মাইলফলক তৈরি করুন।’

৯ মায়া অ্যাঞ্জেলুর উক্তি—

‘আপনি যদি সবসময় স্বাভাবিক থাকার চেষ্টা করেন, তাহলেই আপনি হয়ে উঠতে পারবেন অসাধারণ।’

আপনার দিন শুরু হোক আত্মবিশ্বাস, সাহস এবং এক টুকরো প্রেরণার আলো নিয়ে। মনে রাখুন, আজকের দিনটাই হতে পারে সেই দিন, যেদিন আপনি নিজের অসাধারণ রূপটা খুঁজে পাবেন!

সূত্রঃ টাইমস নাউ

আরশি

×