ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৪ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২

আরামদায়ক ও সুখী অবসর জীবনের জন্য এই অভ্যাসগুলো এখনই বাদ দিন

প্রকাশিত: ১৩:২৪, ১৩ এপ্রিল ২০২৫

আরামদায়ক ও সুখী অবসর জীবনের জন্য এই অভ্যাসগুলো এখনই বাদ দিন

ছ‌বি: সংগৃহীত

অবসর জীবন হওয়া উচিত জীবনের সোনালি সময়—বিশ্রাম, আনন্দ আর নিজেকে খুঁজে পাওয়ার মুহূর্ত। কিন্তু কিছু অভ্যাস নিঃশব্দে এই সুখ কেড়ে নিতে পারে। যদি আপনি চান আপনার অবসর জীবন হোক শান্তিপূর্ণ ও পরিপূর্ণ, তাহলে এখনই বিদায় জানান এই ৭টি অভ্যাসকে:

১. অতীতে বেঁচে থাকা
পুরোনো সাফল্য বা আফসোসে আটকে থাকলে বর্তমানের আনন্দ পাওয়া যায় না। অতীতকে সম্মান জানিয়ে সামনে এগিয়ে যান।

২. স্বাস্থ্য উপেক্ষা করা
পর্যাপ্ত ব্যায়াম বা পুষ্টিকর খাবারের অভাব ভবিষ্যতে বড় বিপদ ডেকে আনতে পারে। সুস্থ ও সক্রিয় অবসর জীবনের জন্য এখন থেকেই স্বাস্থ্যকে অগ্রাধিকার দিন।

৩. জীবনব্যাপী শেখার অভ্যাস না রাখা
অবসর মানেই শেখা থেমে যাওয়া নয়। গবেষণায় দেখা গেছে, নতুন কিছু শেখা ও মানসিকভাবে সক্রিয় থাকা মন ভালো রাখে এবং মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়।

৪. অতিরিক্ত খরচ করা
বাজেট ছাড়িয়ে যাওয়ার ফলে সঞ্চয় দ্রুত ফুরিয়ে যেতে পারে। মাঝে মাঝে নিজেকে আনন্দ দিন, তবে খরচ হোক পরিকল্পিত ও নিয়ন্ত্রিত।

৫. নিজেকে একা করে ফেলা
বেশি নিঃসঙ্গতা থেকে আসে একাকীত্ব ও বিষণ্নতা। বন্ধু ও পরিবারের সঙ্গে যোগাযোগ বজায় রাখুন, অংশ নিন সামাজিক কর্মকাণ্ডে।

৬. পরিবর্তনের ভয়
অবসর জীবনে অনেক কিছু বদলায়। নতুন রুটিন, নতুন শখ বা নতুন পরিবেশ—এসব গ্রহণ করুন মন খুলে। পরিবর্তনই এনে দিতে পারে নতুন আনন্দ।

৭. নিজেকে সময় না দেওয়া
প্রতিদিনের জীবনে নিজের যত্ন নেওয়া খুবই জরুরি। বই পড়া, হাঁটাহাঁটি, ধ্যান কিংবা নিজের জন্য একটু সময়—এসবই বাড়ায় মানসিক প্রশান্তি।

পরিশেষে সুখী অবসর জীবন কেবল সময়ের অপেক্ষা নয়, বরং সঠিক সিদ্ধান্ত ও অভ্যাসের ফল। আজকের সিদ্ধান্তই নির্ধারণ করবে আগামী দিনের শান্তি ও আনন্দ। তাই দেরি না করে আজ থেকেই গড়ে তুলুন আপনার কাঙ্ক্ষিত অবসর জীবন।

 

সূত্র: https://dmnews.com/dan-if-you-want-your-retirement-to-be-the-happiest-time-of-your-life-say-goodbye-to-these-habits/

আবীর

×