ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

এই ৮টি অভ্যাস না বদলালে আপনি কখনই ধনী হতে পারবেন না!

প্রকাশিত: ১৯:৫২, ১২ এপ্রিল ২০২৫

এই ৮টি অভ্যাস না বদলালে আপনি কখনই ধনী হতে পারবেন না!

ছবি: সংগৃহীত।

আমরা অনেকেই প্রতিদিন ব্যস্ত থাকি চাকরি, সংসার আর জীবন চালানোর দৌড়ে। মধ্যবিত্ত শ্রেণির মানুষরা সাধ্যের মধ্যে চলতে শেখে, নিরাপদে থাকতে চায়। কিন্তু এই ‘নিরাপদ’ মানসিকতা অনেক সময় আমাদের প্রকৃত অর্থনৈতিক সাফল্য বা ‘true wealth’ অর্জনের পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। এমন কিছু অভ্যাস আছে, যেগুলো দেখতে নিরীহ হলেও দীর্ঘমেয়াদে আমাদের ধনী হওয়ার সম্ভাবনাকে থামিয়ে দেয়। চলুন, এমনই ৮টি অভ্যাস নিয়ে আলোচনা করা যাক।

১. শুধুমাত্র চাকরির ওপর নির্ভরশীল থাকা
একটা স্থায়ী চাকরি মানেই নিশ্চিত আয়—এই ধারণা থেকেই অনেকে অন্য কোনো ইনকাম সোর্স তৈরি করেন না। কিন্তু ধনীরা আয়ের একাধিক পথ তৈরি করে, যেমন বিনিয়োগ, ব্যবসা বা রিয়েল এস্টেট।

২. খরচ করার আগে সঞ্চয় না করা
মধ্যবিত্তরা সাধারণত খরচ শেষে যা বাঁচে তা সঞ্চয় করে। আর ধনীরা প্রথমেই সঞ্চয় আলাদা করে রেখে দেয়, তারপর খরচ করে। এই মানসিকতার পার্থক্য অনেক বড় ফারাক গড়ে দেয়।

৩. আর্থিক শিক্ষা না থাকা
আমাদের শিক্ষা ব্যবস্থায় আর্থিক শিক্ষা নেই। ফলে ব্যাংকিং, ইনভেস্টমেন্ট, ইনফ্লেশন—এই বিষয়গুলো মধ্যবিত্তদের কাছে ধোঁয়াশা থেকে যায়। ধনীরা এসব বিষয়ে সচেতন ও কৌশলী।

৪. ঋণকে সাধারণ অভ্যাসে পরিণত করা
ক্রেডিট কার্ড, কিস্তিতে ফ্রিজ-টিভি কেনা—এই অভ্যাসগুলো আসলে দীর্ঘমেয়াদে টাকা নষ্টের আরেক নাম। ধনীরা ঋণ নেয় লাভের উদ্দেশ্যে, মধ্যবিত্তরা নেয় খরচের জন্য।

৫. সময়ের সঠিক ব্যবহার না করা
ফ্রি টাইম মানেই টিভি, সিরিয়াল, ফেসবুক—এই অভ্যাস মধ্যবিত্তদের মধ্যে বেশি দেখা যায়। ধনীরা অবসর সময়ে শেখে, পড়ে এবং নতুন আইডিয়া নিয়ে কাজ করে।

৬. স্বল্পমেয়াদী সুবিধাকে অগ্রাধিকার দেওয়া
“এখনই কিছু পাই”—এই মানসিকতা অনেক সময় ভবিষ্যতের বড় সুযোগ নষ্ট করে। ধনীরা দীর্ঘমেয়াদী লাভের চিন্তা করে বিনিয়োগ করে।

৭. নিরাপত্তার মানসিকতা
“যেটুকু আছে, সেটুকুই ঠিক আছে”—এই দৃষ্টিভঙ্গি নতুন কিছু চেষ্টা করার সাহস নষ্ট করে। ধনী হতে হলে ঝুঁকি নিতে হয়, পরিকল্পিতভাবে।

৮. পারিপার্শ্বিক চাপের কাছে আত্মসমর্পণ
অনেকে শুধুমাত্র সামাজিক স্ট্যাটাস ধরে রাখতে গিয়েই অপ্রয়োজনীয় খরচ করে ফেলে—বিয়ে, ফোন, পোশাক ইত্যাদিতে। ধনীরা সামাজিক চাপে নয়, নিজের লক্ষ্য অনুযায়ী খরচ করে।


ধনী হওয়ার জন্য কেবল বড় মাইনে বা লটারি জেতা দরকার নয়, দরকার অর্থনৈতিক অভ্যাসের পরিবর্তন। আপনার প্রতিদিনের সিদ্ধান্তই নির্ধারণ করে আপনি কেমন ভবিষ্যৎ তৈরি করবেন। এখনই সময় নিজেকে প্রশ্ন করার—এই অভ্যাসগুলো কি আমার মধ্যেও আছে?

নুসরাত

×