
ছবিঃ সংগৃহীত
অনেক সময় আবেগী হয়ে আমরা নিজেদের অনেক কথাই অন্যের কাছে বলে দেই। এতে করে পরবর্তী সময়ে নানাভাবে বিপদের সম্মুখীন হতে হয়। অনেক সময় খুব খোলামেলা হতে গিয়ে এমন কিছু বলে ফেলি, যা আমাদের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
হ্যাক স্পিরিটের প্রতিষ্ঠাতা, লেখক ও অধ্যাপক Lachlan Brown-এর মতে, কিছু একান্ত ব্যক্তিগত বিষয় আছে, যা গোপন থাকলে আপনার দুর্বলতা জানা অন্যের পক্ষে কঠিন হবে। যার ফলে আপনি অনেক বিপদ থেকে রক্ষা পাবেন বলে ধারণা এই লেখকের।
Lachlan Brown জানান, আয় সম্পর্কে খোলামেলা কথা বলবেন না। এতে করে অনেকেই আপনার সাথে নিজেকে তুলনা করতে পারে। ফলে তার ভেতরে হিংসার জন্ম হতে পারে, যা পরবর্তী সময়ে আপনার ক্ষতির কারণ হতে পারে। গুরুতর না হলে পূর্বের কোনো ভুল সম্পর্কে কাউকে বলবেন না। এতে করে কেউ আপনার উপর বিশ্বাস হারাতে পারে।
তিনি আরও উল্লেখ করেন, কারো সাথে ব্যক্তিগত বিরোধ থাকলে তা অন্য কাউকে বলবেন না। নিজেদের মধ্যে মিটিয়ে ফেলুন। আপনার যদি কোনো বিষয়ে গভীর ভয় থাকে, তাহলে তা অন্যের কাছ থেকে লুকিয়ে রাখুন। এতে করে অন্যের কাছে আপনার দুর্বলতা গোপন থাকবে।
এছাড়াও আপনার ব্যক্তিগত জীবনের প্রতিটি খুঁটিনাটি ও ভবিষ্যতের পরিকল্পনা আড়ালে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এর ফলে নানা ধরনের সমালোচনা থেকে রেহাই পাওয়া যাবে বলে ধারণা করেন তিনি।
সূত্রঃ ডেইলি মোটিভেশন নিউজ
আরশি