
প্রতীকী ছবি
এত রঙয়ের ভীড়ে ঠিক কোন রংটিতে মনোযোগ দেবেন বলুন তো? কি অবাক লাগছে? এতোকিছু থাকতে রঙয়ের আলাপ কেন? আরও অবাক করা কাণ্ড হলো, রং আমাদের কেবল রঙীনই করে না। বরং মনোযোগ ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যারা কোনো কাজ করতে গিয়ে অথবা পড়তে বসে নিমিষেই মনোযোগ হারান, উপযুক্ত রঙয়ের ব্যবহার তাদের জীবনে ব্যাপক পরিবর্তন আনতে পারে।
নীল
প্রিয় রঙয়ের কথা জিজ্ঞেস করতেই উত্তরে নীল রং চলে আসে অহরহ। তবে আপনি কি জানেন, আপনার প্রিয় এই রংটি আরও কতভাবে আপনাকে সাহায্য করতে পারে ? নীল রং মানসিক প্রশান্তি এনে দেয় এবং উদ্বেগ কমিয়ে মনোযোগ বাড়ায়। জটিল বিষয় পড়া বা বিশ্লেষণধর্মী সমস্যার সমাধানের সময় নীল রঙয়ের পরিবেশে কাজ করলে মনোযোগ কেন্দ্রীভূত থাকে বলেও জানা যায়।
হলুদ
অনেকের কাছে হলুদ মানেই বসন্তের ছোঁয়া। নতুন কিছুর আগমনী বার্তা। তবে এ রঙয়েরও আছে বিশেষ কিছু ক্ষমতা। হলুদ সৃজনশীলতা উদ্দীপিত করে এবং ইতিবাচক চিন্তাভাবনা বাড়ায়। আর তাই নতুন ধারণা বের করার সময় বা সৃজনশীল চিন্তা প্রক্রিয়া শুরু করার জন্য হলুদ রঙয়ের উপাদান ব্যবহার করা যায়।
সবুজ
সবুজ রং সম্পর্কে অনেকেরই ইতিবাচক ধারণা রয়েছে। বাসার বারান্দায় কিংবা ছাদে অনেকেই সবুজ রঙয়ের গাছপালা রাখেন। এই রং মানসিক চাপ যেমন কমায় তেমনি মানসিক ভারসাম্যতা বজায় রাখে। পড়ালেখায় মনোযোগী হতে গাছপালা বা সবুজ রঙয়ের অ্যাকসেসরিজ আপনার টেবিলে রাখুন। এতে করে দীর্ঘ সময় ধরে মনোযোগ ধরে রাখা সহজ হয়।
লাল
লাল রং কে বলা হয়ে থাকে চেতনার রং। কারণ এ রংটি আপনার চেতনা শক্তিকে ভেতর থেকে জাগ্রত করে। লাল রং দ্রুত সজাগতা বাড়ায় এবং মস্তিষ্কের কার্যকলাপে উদ্দীপনা আনে। স্বল্প সময়ের জন্য মনোযোগের প্রয়োজন হলে বা উচ্চ শক্তির কাজ করতে হলে লাল রং ব্যবহার করা যেতে পারে।
কমলা
কমলা রং সম্পর্কে জানা যায়, এটি প্রেরণা জোগাতে ও উৎসাহ বাড়াতে সক্ষম। পাশাপাশি এ রংটি পড়াশোনার পরিবেশকে আরও উদ্দীপনাময় করে তুলতে পারে। এতে করে কোনো শিক্ষার্থী তার কাজে মনোনিবেশ করতে পারে সহজেই।
বেগুনি
বেগুনি রংটি নিয়ে ভেবেছেন কখনো? জানেন এটি আপনাকে মানসিকভাবে কতোখানি সাহায্য করতে পারে? এ রংটি কিন্তু শেখার ক্ষমতা বাড়ায় এবং গভীর চিন্তাধারার বিকাশে সহায়তা করে। এটি পড়াশোনার সময় মনোযোগ ধরে রাখতে সাহায্য করে।
গোলাপি
গোলাপি রং নিয়ে অনেকেরই দুর্বলতা আছে। বিশেষ করে মেয়েদের পছন্দের তালিকায় এ রংটি অন্যতম বলা যায়। এছাড়াও এ রং স্মৃতিশক্তি বাড়াতে কার্যকর ভূমিকা পালন করে। সেক্ষেত্রে পরীক্ষার প্রস্তুতির সময় গোলাপি রং ব্যবহার করা যেতে পারে।
সাদা
সাদা রঙয়ের কথা আসলেই যেনো চারদিকে স্নিগ্ধতা ছড়িয়ে পড়ে তাই না? এ রংটি কিন্তু আসলেই এক ধরনের স্বচ্ছতা তৈরি করে। পাশাপাশি একটি পরিচ্ছন্ন মানসিক পরিবেশ নিশ্চিত করে। তাই পড়াশোনা ও কাজের পরিবেশকে সহজ এবং শান্ত রাখতে সাদা রংকে প্রাধান্য দেওয়া যায়।
রঙয়ের এই ব্যবহারগুলো সঠিকভাবে প্রয়োগ করলে সাধারণ মানুষ থেকে শিক্ষার্থী সবাই শেখার অভিজ্ঞতাকে আরও কার্যকর এবং আনন্দদায়ক করতে পারে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
আরশি