ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

বিদেশ যাওয়ার উপযুক্ত সময় কখন? কিভাবে বুঝবেন?

প্রকাশিত: ১৭:৫৩, ৮ এপ্রিল ২০২৫

বিদেশ যাওয়ার উপযুক্ত সময় কখন? কিভাবে বুঝবেন?

ছবি: সংগৃহীত

বিদেশে উচ্চশিক্ষা, চাকরি কিংবা উন্নত জীবনের আশায় প্রতিবছর বাংলাদেশ থেকে হাজারো মানুষ পাড়ি জমাচ্ছেন ভিনদেশে। তবে বিদেশ যাওয়ার সিদ্ধান্তটি যেন আবেগ নয়, হয় বাস্তবসম্মত ও সময়োপযোগী—এই পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

তাদের মতে, যেকোনো বড় সিদ্ধান্তের মতোই বিদেশ যাওয়ার বিষয়েও উপযুক্ত সময় বেছে নেওয়া জরুরি। আর সেটা নির্ভর করে ব্যক্তির প্রস্তুতি, সুযোগ, ও মানসিক অবস্থার ওপর।

উচ্চশিক্ষার জন্য কখন উপযুক্ত সময়?
বিশেষজ্ঞরা বলছেন, পড়াশোনার ক্ষেত্রে বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে থাকাই বেশি উপযোগী। যেসব শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি শেষ করেছেন এবং IELTS/TOEFL পরীক্ষায় ভালো স্কোর করেছেন, তাদের জন্য সময়টা অনুকূল। বিশেষ করে যেসব দেশ স্কলারশিপ বা পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসার সুযোগ দিচ্ছে, সেগুলো লক্ষ্য রাখা উচিত।

চাকরির ক্ষেত্রে কী বিষয় বিবেচ্য?
বিদেশে চাকরি করতে চাইলে অভিজ্ঞতা ও স্কিল সেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভিসা সহজলভ্যতা এবং নিয়োগপ্রাপ্ত দেশের চাহিদা অনুযায়ী প্রস্তুতি নেওয়া দরকার। তথ্য প্রযুক্তি, স্বাস্থ্য, ও নির্মাণ খাতের দক্ষ পেশাজীবীদের জন্য বর্তমানে অনেক দেশে দরজা খোলা রয়েছে।

অর্থ ও মানসিক প্রস্তুতিও জরুরি
মানসিকভাবে প্রস্তুত না হলে বিদেশে গিয়ে টিকে থাকা কঠিন হয়ে পড়ে। ব্যক্তিগত পরিকল্পনা, আত্মবিশ্বাস, এবং জরুরি খরচ চালানোর জন্য প্রাথমিক অর্থসংস্থান—সব মিলিয়েই তৈরি হয় পরিপূর্ণ প্রস্তুতির ভিত্তি।

বিশেষ সুযোগের সময়েও বাড়ে সম্ভাবনা
অনেক সময় কিছু দেশ নির্দিষ্ট সময়ে ভিসা সহজ করে দেয়, বা সরকারি স্কলারশিপ চালু করে। এ ধরনের সময়গুলোতে আবেদন করলে সুযোগ পাওয়ার সম্ভাবনাও বেড়ে যায়।

নির্দেশনা বিশেষজ্ঞের
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক ড. শামসুল আলম বলেন, “বিদেশ যাওয়ার সময় বুঝতে হলে নিজেকে আগে জানতে হবে। আপনি কিসে ভালো, কী চান, এবং কতটুকু প্রস্তুত—এই তিন প্রশ্নের উত্তরই বলে দেবে আপনার সময়টা উপযুক্ত কি না।”


 

শেষ কথা:
বিদেশ যাত্রা জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। তবে সঠিক সময় ও সঠিক প্রস্তুতি ছাড়া তা হয়ে উঠতে পারে ঝুঁকিপূর্ণ। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবুন, জানুন, তারপর এগিয়ে যান।
 

কানন

×