ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

ঘুমের মধ্যেও আয়! প্যাসিভ ইনকামের ১০টি প্রমাণিত কৌশল

প্রকাশিত: ১১:০৯, ৮ এপ্রিল ২০২৫

ঘুমের মধ্যেও আয়! প্যাসিভ ইনকামের ১০টি প্রমাণিত কৌশল

ছবি: সংগৃহীত।

দিনের পর দিন পরিশ্রম করে উপার্জন—এটাই যেন অভ্যাসে দাঁড়িয়ে গেছে। তবে আধুনিক অর্থনীতিতে প্যাসিভ ইনকাম বা ঘুমের মধ্যেও অর্থ উপার্জনের ধারণা জনপ্রিয় হয়ে উঠছে। স্বল্প পরিশ্রমে, নিয়মিত এবং দীর্ঘমেয়াদি আয় নিশ্চিত করার এমনই ১০টি কার্যকর পদ্ধতির কথা বলছেন বিশেষজ্ঞরা।

১. ডিভিডেন্ড প্রদানকারী স্টক
ডিভিডেন্ড প্রদানকারী স্টকে বিনিয়োগ করলে আপনি কোম্পানির লাভের একটি অংশ নিয়মিত নগদ আকারে পেতে পারেন। বিশেষত ‘ডিভিডেন্ড অ্যারিস্টোক্র্যাট’ হিসেবে পরিচিত এমন কোম্পানিগুলো যারা ধারাবাহিকভাবে ২৫ বছরের বেশি সময় ডিভিডেন্ড দিয়ে আসছে (যেমন Johnson & Johnson, Procter & Gamble), তারা একটি নির্ভরযোগ্য আয় উৎস হতে পারে।

২. রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট (REITs)
REITs এমন প্রতিষ্ঠান যারা বিভিন্ন প্রকার আয়-উৎপাদনকারী সম্পত্তিতে বিনিয়োগ করে এবং আয়ের ৯০ শতাংশ শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণ করে থাকে। এর ফলে ডিভিডেন্ড রিটার্ন সাধারণ স্টকের তুলনায় বেশি হয়ে থাকে।

৩. অপশনস কনট্রাক্ট বিক্রি
অপশন ট্রেডিং, বিশেষ করে কভার্ড কলস বা ক্যাশ-সিকিউরড পুট বিক্রির মাধ্যমে প্রিমিয়াম ইনকাম অর্জন সম্ভব, যা একটি প্যাসিভ ইনকামের উৎস হিসেবে কাজ করে।

৪. বন্ড ল্যাডার বিনিয়োগ
বিভিন্ন মেয়াদের বন্ডে বিনিয়োগ করে একটি ধারাবাহিক আয়ের ধারা গড়ে তোলা যায়। প্রতি বছর পরিপক্ব হওয়া বন্ড পুনরায় বিনিয়োগ করে এই ল্যাডার বজায় রাখা যায়।

৫. ভাড়ার জন্য সম্পত্তি
বাসা, অ্যাপার্টমেন্ট বা দোকান ভাড়া দিয়ে নিয়মিত মাসিক আয় অর্জন সম্ভব। প্রপার্টি ম্যানেজার নিয়োগ করলে এই সম্পূর্ণ প্রক্রিয়াকে আরও প্যাসিভ করা যায়।

৬. পিয়ার-টু-পিয়ার লেন্ডিং (P2P)
এই প্ল্যাটফর্মগুলো ব্যক্তিগতভাবে ঋণ দিয়ে ৫% থেকে ৯% পর্যন্ত রিটার্ন পাওয়ার সুযোগ দেয়। একাধিক ঋণগ্রহীতার মাঝে বিনিয়োগ ছড়িয়ে দিলে ঝুঁকি কমে আসে।

৭. ডিজিটাল পণ্য বিক্রি
ই-বুক, অনলাইন কোর্স, ডিজাইন টেমপ্লেট, সফটওয়্যার, এমনকি স্টক ফটোগ্রাফিও একবার তৈরি করে অনলাইনে বারবার বিক্রি করা সম্ভব। একবার পরিশ্রম করেই পাওয়া যায় দীর্ঘমেয়াদি আয়ের সুযোগ।

৮. অ্যাফিলিয়েট মার্কেটিং
অনলাইন প্ল্যাটফর্ম বা ব্লগের মাধ্যমে অন্যের পণ্য বিক্রিতে কমিশন পাওয়া যায়। প্রভাবশালী ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া থাকলে এতে আয় অনেক বেশি হয়।

৯. হাই-ইল্ড সেভিংস অ্যাকাউন্ট ও সিডি (CDs)
ঝুঁকিহীন উপায়ে সুদ আয়ের অন্যতম পথ হলো হাই-ইল্ড সেভিংস অ্যাকাউন্ট ও সার্টিফিকেট অব ডিপোজিট। CD Ladder পদ্ধতিতে ধারাবাহিকভাবে অর্থ লভ্য করা যায়।

১০. রয়্যালটি ইনকাম
কোনো বই, গান, ছবি, বা পেটেন্ট থেকে রয়্যালটি আয় সম্ভব। এটি একবার তৈরি করলে বহু বছর পর্যন্ত নিয়মিত ইনকাম দিয়ে যেতে পারে।

প্যাসিভ ইনকাম তৈরি করতে কিছুটা সময়, প্রাথমিক বিনিয়োগ এবং পরিকল্পনা প্রয়োজন। তবে একবার সঠিকভাবে গড়ে তুলতে পারলে এটি হতে পারে আর্থিক স্বাধীনতার নিরাপদ পথ। যার কাছে পুঁজি আছে, তিনি স্টক বা রিয়েল এস্টেটে যেতে পারেন; আর সৃজনশীল ব্যক্তিরা ডিজিটাল পণ্য কিংবা রয়্যালটি ইনকাম গড়ে তুলতে পারেন।

সায়মা ইসলাম

×