ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

সুপারফুড সজনে, এর উপকারিতা জানলে অবাক হবেন

প্রকাশিত: ১১:০৯, ৭ এপ্রিল ২০২৫; আপডেট: ১৫:০৩, ৭ এপ্রিল ২০২৫

সুপারফুড সজনে, এর উপকারিতা জানলে অবাক হবেন

ছবি: সংগৃহীত

সজনে একটি সুপারফুড। এই সবজিতে শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলো অন্যান্য অনেক খাবারের তুলনায় থাকে কয়েকগুণ বেশি। সজনেতে আছে:

১. পালং শাকের চেয়ে ২০ গুণ বেশি আয়রন

২. টকদই এর চেয়ে ৯ গুণ বেশি প্রোটিন

৩. দুধের চেয়ে ১৭ গুণ বেশি ক্যালোরি

৪. গাজরের চেয়ে ১০ গুণ বেশি ভিটামিন  

৫. কমলার চেয়ে ৭ গুণ বেশি ভিটামিন সি

৬. কলার চেয়ে ১৫ গুণ বেশি পটাসিয়াম

সজনে সবজি হিসেবে তেমন জনপ্রিয় না হলেও, আমাদের শরীরের জন্য বিভিন্ন দিক থেকে উপকারী। এগুলো হলো:

১. হাড়কে ভালো রাখে

২. আর্থ্রাইটিস নিয়ন্ত্রণে রাখে

৩. ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে

৪. হার্টকে ভালো রাখে

৫. হজম প্রক্রিয়াকে স্বাভাবিক রাখে

সূত্র: https://www.facebook.com/share/r/19UjxtBxFm/

মায়মুনা

×