ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

গর্ভবতী নন, তবু পাচ্ছেন গর্ভাবস্থার লক্ষণ—বাবারাও কি মা হচ্ছেন?

প্রকাশিত: ১৭:৩৩, ৬ এপ্রিল ২০২৫

গর্ভবতী নন, তবু পাচ্ছেন গর্ভাবস্থার লক্ষণ—বাবারাও কি মা হচ্ছেন?

ছবি: সংগৃহীত

গর্ভে সন্তান নেই, কিন্তু গর্ভবতী স্ত্রীর মতোই নানা শারীরিক ও মানসিক কষ্টে ভুগছেন অনেক বাবা। শুনতে অদ্ভুত লাগলেও এটাই সত্যি। এই রহস্যজনক অবস্থার নাম 'কুভাড সিনড্রোম' বা ‘সহানুভূতিশীল গর্ভাবস্থা’।

গবেষণা বলছে, স্ত্রী গর্ভবতী হওয়ার পর অনেক পুরুষের শরীরেও দেখা যায় বমি বমি ভাব, পেট ব্যথা, ঘুমের সমস্যা, খাবারের প্রতি অনীহা বা আকর্ষণ, এমনকি মানসিক অবসাদও। বিজ্ঞানীরা মনে করেন, স্ত্রীর প্রতি গভীর সংযোগ, দুশ্চিন্তা, কিংবা হরমোনের সামান্য পরিবর্তনের কারণেই এমনটি ঘটতে পারে।

বিশেষজ্ঞদের মতে, এটি কোনো রোগ নয়—বরং একধরনের মানসিক প্রতিক্রিয়া। তবে কোনো বাবা যদি এ ধরনের লক্ষণে অস্বস্তি অনুভব করেন, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

গর্ভাবস্থার সময় শুধু মা নন, অনেক সময় বাবারাও অনুভব করেন দায়িত্বের ভার। আর তাই হয়তো গর্ভধারণের অনুভূতিও ভাগাভাগি করে নিতে চান তাঁরা।

কানন

×