
ছবি: সংগৃহীত
সন্তানকে সবার সামনে শাসন না করে আড়ালে বসে কথা বলা ও বোঝানো উচিত। সবার সামনে কঠোর শাসনের ফলে ছোট শিশুদেরও আত্মবিশ্বাসে আঘাত লাগে।
যখন কেবল মা বা বাবা ও সন্তান আলাদা বসে তাকে বোঝানো হয় তখন তার বুঝতেও সুবিধা হয় এবং একটি শান্ত পরিবেশও নিশ্চিত করা যায়। বাবা মা অবশ্যই একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত সন্তানকে শাসন করবেন, তবে তার একটি সীমানা থাকা উচিত। এতে একটি পারস্পরিক সম্মানের জায়গা তৈরি হয়।
তবে কখনোই যদি শাসন না করা হয়, কোনোকিছুতে 'না' না বলা হয় তাহলে বাচ্চা তার সীমানা বুঝতে পারে না। সে পরবর্তীতে কোনো নিষেধ মানতে পারে না, নিতে পারে না।
তাই সবার সামনে ছোট না করে, বকাবকি না করে শান্তভাবে বোঝানোর মাধ্যমে সন্তানকে শাসন করতে হবে। আর বাবা মা ঠিকভাবে বোঝালে সন্তান অবশ্যই বুঝবে।
মায়মুনা