
ঈদ মুসলিম বিশ্বের অন্যতম বড় উৎসব, যেখানে পরিবার ও বন্ধুরা একত্রিত হয়ে আনন্দ-উৎসব করেন। তবে ব্যস্ততার কারণে অনেক সময় মেকআপের জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায় না। কিন্তু স্বল্প সময়ের মধ্যেও আকর্ষণীয় ও পরিপূর্ণ লুক তৈরি করা সম্ভব। ঈদের দিন দ্রুত সুন্দর হয়ে উঠতে এই পাঁচটি সহজ ও কার্যকর মেকআপ কৌশল অনুসরণ করুন।
নিখুঁত ও স্বাভাবিক বেস তৈরি করুন
একটি পারফেক্ট মেকআপ লুকের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো ত্বকের সঠিক প্রস্তুতি। হাইড্রেটিং প্রাইমার ব্যবহার করে ত্বককে প্রস্তুত করলে মেকআপ দীর্ঘস্থায়ী হবে এবং ত্বকে প্রাকৃতিক দীপ্তি আসবে। হালকা ফাউন্ডেশন বা বিবি ক্রিম ব্যবহার করে স্কিনটোন ইভেন করুন, যা ত্বকের যত্নও নেবে। যদি অতিরিক্ত দাগ ঢাকার প্রয়োজন হয়, তাহলে শুধুমাত্র প্রয়োজনীয় জায়গায় কনসিলার ব্যবহার করুন। মেকআপ দীর্ঘস্থায়ী করতে হালকা ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে সেট করুন, তবে অতিরিক্ত পাউডার ব্যবহার করলে ত্বক ম্লান দেখাতে পারে।
চোখের সাজসজ্জায় দ্রুত ও সহজ সমাধান
চোখের মেকআপ আপনার পুরো লুককে পরিবর্তন করতে পারে। দ্রুত চোখের সাজসজ্জার জন্য হালকা শিমারি আইশ্যাডো পুরো আইলিডে লাগিয়ে নিন এবং চোখের ভাঁজে একটু গাঢ় শেড ব্লেন্ড করুন, যাতে চোখের গভীরতা বাড়ে। যদি মাত্র কয়েক মিনিট সময় থাকে, তাহলে উইংড আইলাইনার ব্যবহার করুন, যা মুহূর্তেই চোখের আকর্ষণ বাড়িয়ে তুলবে। চোখকে আরও বড় ও উজ্জ্বল দেখাতে মাসকারা কয়েক কোট ব্যবহার করুন। সময় একদমই কম থাকলে ফালস আইল্যাশ লাগিয়ে নেওয়া যেতে পারে, যা চোখের সৌন্দর্য আরও ফুটিয়ে তুলবে।
উজ্জ্বল ত্বকের জন্য হালকা রঙের সংযোজন
ঈদের দিনে সতেজ ও প্রাণবন্ত দেখাতে ত্বকে হালকা রঙের সংযোজন জরুরি। লিকুইড হাইলাইটার ব্যবহার করলে ত্বকের উজ্জ্বলতা স্বাভাবিকভাবে ফুটে উঠবে। গালের উঁচু অংশ, নাকের ব্রিজ, ভ্রুর হাড় ও ঠোঁটের ওপরে সামান্য হাইলাইটার লাগালে চেহারায় নতুন একটা উজ্জ্বলতা আসবে। ক্রিম ব্লাশ ব্যবহার করে গালে হালকা গোলাপি বা পিচ রঙের ছোঁয়া আনলে আরও ফ্রেশ ও তারুণ্যময় দেখাবে। চোখের পাতায় সামান্য হাইলাইটার ব্যবহার করলেও চোখ আরও উজ্জ্বল দেখাবে।
বোল্ড লিপস্টিক দিয়ে আকর্ষণীয় লুক তৈরি করুন
যদি সময় স্বল্পতার কারণে চোখের মেকআপে বেশি সময় দেওয়া সম্ভব না হয়, তবে একটি বোল্ড লিপস্টিক পুরো লুককে আকর্ষণীয় করে তুলতে পারে। ঈদের জন্য লাল, ফুশিয়া বা গাঢ় বাদামি রঙের লিপস্টিক একদম পারফেক্ট। লিপস্টিক লাগানোর আগে ঠোঁট এক্সফোলিয়েট করলে তা আরও সুন্দরভাবে বসবে। নিখুঁত লুক পেতে ঠোঁটের আকার ঠিক করে নিতে লিপলাইনার ব্যবহার করুন, তারপর লিপস্টিক লাগান। এতে ঠোঁট আরও সংজ্ঞায়িত ও আকর্ষণীয় দেখাবে।
দ্রুত চুলের সাজসজ্জা যা লুককে সম্পূর্ণ করবে
সাজসজ্জার পূর্ণতা আনতে চুলের স্টাইলও গুরুত্বপূর্ণ। ঈদের দিনের জন্য সহজ কিন্তু আকর্ষণীয় হেয়ারস্টাইল বেছে নেওয়া যেতে পারে। ঢেউ খেলানো চুল বা হালকা কার্লস আপনার চেহারায় একটি সফট এবং গ্ল্যামারাস লুক আনবে। যদি পরিপাটি ও স্মার্ট লুক চান, তাহলে স্মুথ পনিটেল বা খোঁপার স্টাইল বেছে নিতে পারেন। একদমই সময় না থাকলে সাধারণ সাইড ব্রেইড বা ফ্রেঞ্চ ব্রেইড করেও দারুণ লাগবে।
ঈদের দিনে স্বল্প সময়ের মধ্যেও আকর্ষণীয় ও পরিপূর্ণ মেকআপ করা সম্ভব, যদি সঠিক কৌশলগুলো অনুসরণ করা হয়। ত্বকের উজ্জ্বলতা বজায় রাখার পাশাপাশি চোখ ও ঠোঁটের সাজসজ্জায় গুরুত্ব দিলে সহজেই উৎসবের জন্য মানানসই একটি নিখুঁত লুক তৈরি করা যাবে।
আফরোজা