
অনেক সময় গরম চা বা কফি খাওয়ার সময় জিভ বা মুখের ভেতরের অংশ পুড়ে যায়। এই পরিস্থিতিতে ব্যথা ও জ্বালা থেকে তৎক্ষণাৎ মুক্তি পেতে কিছু ঘরোয়া উপায় অবলম্বন করা যেতে পারে।
সবচেয়ে সহজ উপায় হলো সামান্য নুন মিশিয়ে গার্গল করা। এতে সংক্রমণের আশঙ্কা কমে এবং জ্বালা কিছুটা প্রশমিত হয়।
পোড়া অংশে অ্যালোভেরা জেল ব্যবহার করলেও আরাম পাওয়া যায়। এর অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান ব্যথা কমায় এবং দ্রুত সারিয়ে তুলতে সাহায্য করে।
মধুও হতে পারে আরেকটি ভালো বিকল্প। এটি পোড়া স্থানে লাগালে জ্বালা কমে এবং ঘা শুকাতে সহায়তা করে।
তীব্র জ্বালায় তাত্ক্ষণিক আরামের জন্য ঠান্ডা দুধ বা ইয়োগার্ট খাওয়া যেতে পারে। বরফের টুকরো দিয়ে আক্রান্ত জায়গা ঘষলেও ব্যথা অনেকটা কমে।
এমন দুর্ঘটনা যে কারও সঙ্গেই ঘটতে পারে। তাই গরম পানীয় খাওয়ার সময় একটু সতর্ক থাকাই ভালো।
রাজু