
ছবি: সংগৃহীত
এবার ঈদের যমুনা ফিউচার পার্কের নিচতলায় পারফিউম ওয়ার্ল্ড শোরুমে নামি-দামি ব্র্যান্ডের পারফিউম দিয়ে আউটলেট সাজিয়েছে প্রতিষ্ঠানটি। এখানে রয়েছে দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের নামি-দামি পারফিউম।
ভার্সাচি, জিমি চু, ইভ সাঁ লোঁরা, ব্লাক ওপিয়ন সহ জনপ্রিয় সব পারফিউম কলেকশন। মেয়েদের জন্য রয়েছে পছন্দের ইউনিক কিছু পারফিউম যেমন রয়েছে ভার্সাচি এবং ভার্সাচির ডিলেন পারপেল,ডিলেন ব্লু,ভার্সাচ ব্রাইট ক্রিস্টাল সহ একাধিক সুগন্ধি। ছেলেদের জন্য ভার্সাচি নিয়ে এসেছে ভার্সাচি ইরোজ ইডিটি, ভার্সাচি এনার্জি সুবাসের ভেরিয়েন্ট।
এছাড়াও এ পারফিউম ওয়ার্ল্ডে পাবেন ভার্সাচির সকল ধরনের সুগদ্ধিসহ মোট ২০ রকমের পারফিউম ব্র্যান্ড কালেকশন। পারফিউম ক্রেতারা তাদের পছন্দ মতো সুগদ্ধি কিনতে পারবেন এই আউটলেটে। এলিট কাস্টমারদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা, তাদের জন্য পারফিউম ওয়ার্ল্ড নিয়ে এসেছে জিমি চু’র সুন্দর প্রেজেন্টশন উপহার। আগ্রহী কাস্টমাররা প্রিয়জনকে দিতে পারবেন এই উপহার।
সূত্র: https://youtu.be/xxfjrVnykLI?si=HZjvMLaICeNA1ZIo
মেহেদী হাসান