ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১

রাজধানীর যে মার্কেটে পাঞ্জাবি পাওয়া যায় সবচেয়ে সস্তায়

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০:৩৩, ২৬ মার্চ ২০২৫; আপডেট: ২১:০০, ২৬ মার্চ ২০২৫

রাজধানীর যে মার্কেটে পাঞ্জাবি পাওয়া যায় সবচেয়ে সস্তায়

ছবিঃ সংগৃহীত

ঈদ উপলক্ষে রাজধানীর গুলিস্তানে বায়তুল মোকাররম মসজিদ মার্কেটে সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে হরেক রকমের পাঞ্জাবি যা সর্বস্তরের মানুষের জন্য ক্রয় উপযুক্ত। 

সর্বনিম্ন ৫০০ থেকে শুরু করে ১৫০০-২০০০ পর্যন্ত দামে পাঞ্জাবি পাওয়া যায় এখানে। তবে দামে সস্তা বলে যে পাঞ্জাবির বিকল্প কম, তেমনটিও নয়। বিভিন্ন প্রকারের ও বিভিন্ন গুণমানের পাঞ্জাবি পাওয়া যায় এই মার্কেটে। ভারতীয়, খাদি, খদ্দর, তাঁত ইত্যাদি বিভিন্ন ধরণের কাপড়ের পাঞ্জাবি পাওয়া যাচ্ছে রাজধানীর এই সর্বশ্রেনীর ক্রয় উপযুক্ত মার্কেটটিতে। 

সুপার শপগুলোতে যেই পাঞ্জাবি কিনতে ২০০০ টাকা থেকে ২৫০০ টাকা পর্যন্ত খরচ পরে যায়, সেই পাঞ্জাবি গুলিস্তানের এই মার্কেট থেকে কিনলে দাম পরবে মাত্র ৮০০-১০০০। 

তবে গত কয়েক বছরের চেয়ে এ বছর ক্রেতা বেশ কম হওয়ায় বেচাকেনাও কমে গেছে উল্লেখযোগ্য পরিমাণ।

মুমু

×