
ছবি: সংগৃহীত
বর্তমানে দুই-তিন বছর বয়সী শিশুদের অভিভাবকদের একটা কমন অভিযোগ হলো বাচ্চার প্রচুর রাগ। অনেক অভিভাবক আবার বিষয়টিকে এমনভাবে প্রকাশ করেন, যেন এটি একটি গর্বের বিষয়। এটি আসলে একটি রোগ।
আজ থেকে ৮-১০ বছর আগেও চিত্রটি এমন ছিল না। এর অন্যতম কারণ হলো মোবাইল ফোন ও গেমস। বেশিরভাগ গেমেই দেখানো হয় মারামারি, কাটাকাটি। সবকিছুতেই একটি ধ্বংসাত্মক উপস্থাপনা।
আজকে আমাদের সমাজে যে মারামারি, খাইখাই ইত্যাদি প্রবণতা, এর পেছনেও আছে এসব গেম। গেমসের ফিতনা আমাদের শিশুদেরকে উগ্র, বদমেজাজী করে দিচ্ছে। তারা কোনোকিছুর জন্য ধৈর্য ধরতে পারে না।
এই সমস্যা থেকে মুক্তির একটি উপায় হলো রুকিয়াহ। পানি বা অন্যান্য যে কোনো খাবার দিলেই 'আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম' সাতবার পড়ে ফুঁ দিয়ে খাওয়াবেন। এতে ধীরেধীরে মেজাজ কমবে।
আরো একটি বিষয় হলো, বাচ্চারা রাগ করলেই তার কাঙ্খিত জিনিসটি দিয়ে না দেওয়া। কারণ, বাচ্চা যখন দেখে মেজাজ দেখালেই সব পাওয়া যায় তখন এটাই তার একটি অস্ত্র ও অভ্যাস হয়ে যায়। ফলে যখন তখন, যেখানে সেখানে তারা মেজাজ দেখায়। সুতরাং, তাকে বুঝতে দিতে হবে যে রাগ করলেই সব পাওয়া যাবে না। বরং ঠান্ডা মাথায়, ভদ্রভাবে চাইতে হবে।
মায়মুনা