ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১

মশার কয়েল স্বাস্থ্যের জন্য কতটুকু নিরাপদ?

প্রকাশিত: ০৯:০১, ২৬ মার্চ ২০২৫

মশার কয়েল স্বাস্থ্যের জন্য কতটুকু নিরাপদ?

ছবি: সংগৃহীত

মশা যেহেতু আমাদের শরীরে বিভিন্ন রোগ‌ তৈরি করে, তাই ছোট বড় সবারই। সুতরাং মশা থেকে বাঁচতে হলে মশাকে তাড়াতে হবে বা মশাকে মারতে হবে।

মশাকে মারার জন্য বা তাড়ানোর জন্য বিভিন্নরকম উপকরণ ব্যবহার করা হয়। তার মধ্যে মশার কয়েল অন্যতম, বিশেষ করে আমাদের দেশে এর প্রচলন অনেক বেশি। এখন, এটি মানুষের জন্য কতটুকু ক্ষতিকর সেই প্রশ্নের উত্তর হলো কয়েলের ধোঁয়া দিয়ে মশা মারা যায় বা তাড়ানোর যায়। এতে মশাঘটিত রোগ হয়না। কিন্তু এর যে ধোঁয়া এবং ক্যামিক্যালযুক্ত ধোঁয়া তা অবশ্যই মানুষের জন্য ক্ষতিকর।

ছোট-বড়, যাদেরই অ্যাজমা বা হাঁপানি আছে তারা এই ধোঁয়ার মধ্যে থাকলে তাদের শ্বাসকষ্ট, হাঁপানি ও ফুসফুসের শ্বাস প্রশ্বাস জনিত বিভিন্ন সমস্যা বেড়ে যায়। এটি মারাত্মক স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে।
মশা তাড়াতে বা মারতে বাজারে অন্যান্য যে ডিভাইসগুলো ব্যবহার করা হয়, যার মধ্যে কিছু আছে ইলেক্ট্রিক, এতে ধোঁয়া হয়না। এগুলো মানুষের স্বাস্থ্যের জন্য কয়েলের তুলনাঊকম ক্ষতিকর। আর যদি এগুলোকে নিয়ম মেনে ব্যাবহার করা হয়, তাহলে এটি একটি ভালো উপায়।

মশার কয়েলের দাম কম, সহজলভ্য হওয়ায় আমরা স্বাস্থ্যঝুঁকির কথা না ভেবেই এটি ব্যবহার করি। এর চেয়ে ভালো উপায় হলো, যদি মানুষের মাঝে সচেতনতা তৈরি করা যায় এবং ব্যক্তিগতভাবে হয় তাহলে এটি ভালো। কারণ মশা তাড়ানোর আরো বিভিন্ন প্রাকৃতিক ও কৃত্রিম উপায় আছে। পরিস্কার পরিচ্ছন্নতা ও নিয়মিত তার খেয়াল রাখার মাধ্যমেই মশার উপদ্রব কমানো সম্ভব।

সূত্র: https://youtu.be/M5SyBD807wA?si=lWneh8Qn5J7xt4eK

মায়মুনা

×