ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১

সুন্দর ও উজ্জ্বল হাত চান? মেনে চলুন লুইপার টিপস!

প্রকাশিত: ২৩:৪৫, ২৫ মার্চ ২০২৫

সুন্দর ও উজ্জ্বল হাত চান? মেনে চলুন লুইপার টিপস!

ছবিঃ সংগৃহীত

ব্যস্ত জীবনে নিজের যত্ন নেওয়া হয়ে ওঠে না অনেকেরই। তবে সুন্দর ও স্বাস্থ্যকর হাত পেতে চাইলে ঘরোয়া কিছু সহজ পদ্ধতি অনুসরণ করলেই সম্ভব। মমতাজ হারবাল প্রোডাক্টস নিবেদিত "ঘরোয়া রূপচর্চা" অনুষ্ঠানে সঙ্গীতশিল্পী জিনিয়া জাফরিন লুইপা তার হাতের যত্নের কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করেছেন।

অনুষ্ঠানটির সঞ্চালক রুহানি সালসাবির লাবণ্য লুইপাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে তার সাফল্যের কথা স্মরণ করেন। ছোটবেলা থেকেই গানের জগতে লুইপার সাফল্য ছিল চোখে পড়ার মতো। জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় তিনি বহুবার গোল্ড, সিলভার এবং ব্রোঞ্জ মেডেল অর্জন করেছেন। গান নিয়ে তার নিরবচ্ছিন্ন অনুশীলন ও দর্শকদের ভালোবাসা পাওয়ার অভিজ্ঞতা তিনি ভাগ করে নেন এই অনুষ্ঠানে।

লুইপা বলেন, মাইক্রোফোন ধরা হাতগুলোর সৌন্দর্য ও যত্নের জন্য তিনি নিয়মিত কিছু ঘরোয়া যত্ন নেন। তিনি তার তিন ধাপের পদ্ধতি তুলে ধরেন—

তিন ধাপে হাতের যত্ন

১. ক্লিনিং (পরিচ্ছন্নতা):

  • ২ চা চামচ গোলাপ জল

  • ১ চা চামচ কাঁচা দুধ

এই মিশ্রণটি হাতে লাগালে হাত হাইড্রেটেড থাকবে এবং ধুলোবালি ও ময়লা দূর হবে।

২. স্ক্রাবিং (এক্সফোলিয়েশন):

  • ২ চা চামচ চিনি

  • ১ চা চামচ মধু

এটি মৃদুভাবে হাতে লাগিয়ে স্ক্রাব করলে ডেড সেল দূর হয় ও হাত মসৃণ হয়।

৩. ব্রাইটনিং প্যাক:

  • ১ চা চামচ বেসন

  • ২ চা চামচ টক দই

  • এক চিমটি হলুদ গুঁড়ো

এই মিশ্রণটি হাতে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেললে ত্বক উজ্জ্বল দেখায়।

সূত্রঃ https://youtu.be/Z9p1MUNO6_8?si=o4T0kKOf3vhyxPut

ইমরান

×