
ছবি: সংগৃহীত
ব্লু ড্রিম ব্র্যান্ড নিয়ে এসেছে এই ঈদে সেরা পাঞ্জাবির কালেকশন । এখানে আপনি পেয়ে যাবেন একেকটা পাঞ্জাবির একেক রকম ভেরিয়েন্ট।
আপনারা এখানে পাবেন কটন পাঞ্জাবি, সিকোয়েন্সের পাঞ্জাবি, তাছাড়া পেয়ে যাবেন কাজ করা পাঞ্জাবিও।
ব্লু ড্রিম তাদের পাঞ্জাবি সেকশনটা সাজিয়েছে তাদের নিজস্ব কালেকশন এবং ইম্পোর্টেড কালেকশন দিয়ে। জিন্স, গ্যাভারডিং থেকে শুরু করে অনেক প্যান্টের কালেকশন পাওয়া যাবে ব্লু ড্রিমে। ব্লুড্রিমে শার্টের কালেকশনের সাথে ফরমাল শার্ট থেকে শুরু করে ক্যাজুয়াল সব ধরনের শার্ট নিয়ে এসেছে তাদের আউটলেটে।
এছাড়াও বাচ্চাদের জন্য রয়েছে সুন্দর সুন্দর পাঞ্জাবির কালেকশন যেমন রয়েছে সব ধরনের পোলোর টিশার্ট, এছাড়াও বাইরে থেকে নিয়ে আসা কালেকশনও এখানে রয়েছে।
কিন্তু ব্লু ড্রিমের এই নিজস্ব কালেকশনগুলো খুবই কমফর্টেবল। যেহেতু এখন প্রচন্ড গরম চলছে, আর গরমের জন্য এই কালেকশনগুলো আপনাদেরকে একদম রিলিফ একটা ফিল দিবে। তাছাড়া এখানে কিছু হালকা টোনের ইম্পোর্টেড প্রোডাক্ট আছে যারা একটু বাইরের কান্ট্রির প্রোডাক্ট পরতে পছন্দ করেন তাদের ব্লু ড্রিম নতুন কালেকশন নিয়ে হাজির হয়েছে।
ঈদ উপলক্ষে ব্র্যান্ড কর্তৃপক্ষ ফোকাস করছে টেন্সেল ফেব্রিক্সের পাঞ্জাবিগুলোর উপর। এগুলো ভালো চলছে তাছাড়া পাকিস্তানি ফেব্রিকের পাঞ্জাবি এবং সিকোয়েন্সের যে পাঞ্জাবিগুলো এগুলো ভালো চলছে। তারা মূলত কাস্টমারদের উপর ফোকাস দিচ্ছে ।
কর্তৃপক্ষ বলেন, আমরা কাস্টমারে ফোকাস দিচ্ছি এবং শোরুম বাড়াচ্ছি প্লাস আমাদের প্রোডাক্টের ডিজাইন বাড়াচ্ছি আমরা ফেব্রিক্সের কোয়ালিটি ভালো করতেছি।
মেহেদী হাসান