
ছবি: সংগৃহীত
ত্বকের উজ্জ্বলতা বাড়াতে বাজারে আসছে নতুনত্বের ছোঁয়া—মরিচের নির্যাসযুক্ত ফেসওয়াশ! শুনতে অবাক লাগলেও, বিশেষজ্ঞদের মতে, মরিচে থাকা ক্যাপসেইসিন ও অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান ত্বকের রক্তসঞ্চালন বাড়িয়ে স্বাভাবিক উজ্জ্বলতা আনতে সাহায্য করে। পাশাপাশি, এটি ব্রণ প্রতিরোধেও কার্যকর ভূমিকা রাখতে পারে।
কীভাবে ব্যবহার করবেন?
সংবেদনশীল ত্বকের জন্য টেস্ট করুন – প্রথমবার ব্যবহারের আগে হাতে বা কানের পেছনে প্যাচ টেস্ট করে নিন।
সঠিক পরিমাণ নিন – অল্প পরিমাণ ফেসওয়াশ হাতে নিয়ে ফেনা তৈরি করুন।
মৃদু ম্যাসাজ করুন – ৩০-৪৫ সেকেন্ড মুখে আলতোভাবে ম্যাসাজ করুন।
ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন – গরম পানি ব্যবহার করলে ত্বকে জ্বালাপোড়া হতে পারে।
ময়েশ্চারাইজার লাগান – ত্বকের আর্দ্রতা ধরে রাখতে অবশ্যই ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
সতর্কতা:
চোখ ও সংবেদনশীল স্থানে লাগাবেন না।
ত্বকে জ্বালাপোড়া অনুভূত হলে সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলুন।
অতিরিক্ত ব্যবহার এড়িয়ে চলুন, দিনে ১-২ বারই যথেষ্ট।
নতুন এই ফেসওয়াশ কি সত্যিই ত্বকের যত্নে কার্যকর হবে? আপনার অভিজ্ঞতা জানাতে ভুলবেন না! 😊
কানন