
বিশ্বজুড়ে স্ট্রোকের প্রকোপ দিন দিন বেড়েই চলেছে। এই প্রাণঘাতী স্নায়বিক রোগটি সাধারণত তখন ঘটে, যখন মস্তিষ্কে রক্তপ্রবাহ ব্যাহত হয়—যার ফলশ্রুতিতে মস্তিষ্কের কোষ অক্সিজেনের অভাবে ক্ষতিগ্রস্ত হয় বা মৃত্যু ঘটে। তবে এবার এক গবেষণায় উঠে এসেছে রক্তের গ্রুপ অনুযায়ী স্ট্রোকের ঝুঁকি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য।
সম্প্রতি নিউরোলজি জার্নাল-এ প্রকাশিত এক গবেষণা বলছে, রক্তের গ্রুপ ‘এ’ (A) যাদের, তাদের মধ্যে অন্যদের তুলনায় ৬০ বছর বয়সের আগেই স্ট্রোকের ঝুঁকি প্রায় ১৬% বেশি। গবেষকরা বলছেন, যদিও লিঙ্গ, ওজন, জীবনযাপনসহ আরও কিছু কারণ রয়েছে, তবু রক্তের গ্রুপের ভূমিকা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ।
কারা সবচেয়ে কম ঝুঁকিতে?
গবেষণায় দেখা গেছে, যাদের রক্তের গ্রুপ ‘ও’ (O), তারা তুলনামূলকভাবে অনেকটাই নিরাপদ জোনে আছেন। এই গ্রুপের ব্যক্তিদের ক্ষেত্রে স্ট্রোকের ঝুঁকি প্রায় ১২% কম। বিশেষ করে টাইপ O পজিটিভ এবং O নেগেটিভ রক্তধারীরা তুলনামূলকভাবে ভালো অবস্থানে রয়েছেন।
কোন গ্রুপে কত শতাংশ ঝুঁকি?
রক্তের গ্রুপ শতাংশ
O পজিটিভ ৩৮%
O নেগেটিভ ৭%
A পজিটিভ ৩৪%
A নেগেটিভ ৬%
B পজিটিভ ৯%
B নেগেটিভ ২%
AB পজিটিভ ৩%
AB নেগেটিভ ১%
গবেষণা কী বলছে?
ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড-এর একদল গবেষক ৭ হাজার স্ট্রোক আক্রান্ত রোগী এবং প্রায় ৬ লাখ ব্যক্তির স্বাস্থ্য তথ্য বিশ্লেষণ করে এই ফলাফল পেয়েছেন। গবেষণার অন্যতম প্রধান ডঃ স্টিভেন কিটনার বলেন, “রক্তের গ্রুপ A যাদের, তাদের স্ট্রোকের সম্ভাবনা বেশি হলেও, এখনও আমরা পুরোপুরি নিশ্চিত নই কেন এই ঝুঁকি বাড়ে।”
বিশেষজ্ঞদের মতামত
স্ট্রোক অ্যাসোসিয়েশনের রিসার্চ ও এনগেজমেন্ট প্রধান ডাঃ ক্লেয়ার জোনাস বলেন, “এই গবেষণা স্ট্রোকের জেনেটিক ঝুঁকি বোঝার দিকেই একটি বড় পদক্ষেপ। যদিও এটি এককভাবে নির্ণায়ক নয়, তবুও স্ট্রোক প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করতে এটি কার্যকর।”
স্ট্রোক থেকে বাঁচতে করণীয়
নিয়মিত রক্তচাপ পরীক্ষা করা
ধূমপান ও অ্যালকোহল থেকে দূরে থাকা
স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলা
নিয়মিত শরীরচর্চা
স্ট্রেস নিয়ন্ত্রণে রাখা
নিজের রক্তের গ্রুপ জেনে রাখা এবং স্বাস্থ্য পরীক্ষা করানো—এখনকার সময়ে স্ট্রোক প্রতিরোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ।
রাজু