
ছবি: সংগৃহীত
আমরা লেবু খেলেও লেবু গাছের পাতার উপকারিতা জানি না অনেকেই।
অর্ধেক মাথাব্যাথা বা মাইগ্রেনের সমস্যা থাকলে চারটি লেবু পাতা দুই কাপ পানির সাথে সেদ্ধ করতে হবে। সেদ্ধ করতে করতে দুই কাপ পানি যখন শুকিয়ে এক কাপ হয়ে যাবে তখন তা পান করতে হবে। এটি মাথাব্যথা কমানোর একটি প্রাকৃতিক উপায়।
মাইগ্রেনের সমস্যা এখন কমন। আমাদের কৃত্রিম জীবনযাপনের কারণেই এসব অসুস্থতা আসে। এসব অসুস্থতা দূর করতে প্রাকৃতিক উপায়ই সবচেয়ে ভালো হবে।
মায়মুনা