ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১

সন্তান খারাপ সঙ্গে জড়িয়ে যাচ্ছে কি না, বুঝবেন যেভাবে

প্রকাশিত: ২৩:৫৯, ২৪ মার্চ ২০২৫

সন্তান খারাপ সঙ্গে জড়িয়ে যাচ্ছে কি না, বুঝবেন যেভাবে

ছবি: সংগৃহীত

সন্তান বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার বন্ধুমহলও বড় হতে থাকে। কিন্তু সব বন্ধু কি সত্যিই ভালো? অনেক সময় খারাপ সঙ্গের কারণে সন্তান বিপথে চলে যেতে পারে। এটি বাবা-মায়ের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। 

কিন্তু কীভাবে বুঝবেন আপনার সন্তান খারাপ সঙ্গে জড়িয়ে যাচ্ছে? মনোবিজ্ঞানীরা কিছু লক্ষণের কথা বলেছেন, যা আগেভাগেই সতর্ক হতে সাহায্য করবে।

সন্তানের বদলে যাওয়া আচরণের লক্ষণ
হঠাৎ মুডের পরিবর্তন
আগে যে সন্তান প্রাণবন্ত ও মিশুক ছিল, সে যদি হঠাৎ করে রাগী, গম্ভীর বা একাকী হয়ে যায়, তাহলে বিষয়টি খেয়াল করা জরুরি।

পড়াশোনায় অমনোযোগী হওয়া
পড়াশোনায় মনোযোগ হারিয়ে ফেলা, আগের মতো ভালো ফল না করা এবং স্কুল বা কলেজে অনিয়মিত হয়ে যাওয়া খারাপ সঙ্গের ইঙ্গিত হতে পারে।

নতুন বন্ধুদের সম্পর্কে গোপনীয়তা রাখা
সন্তান যদি তার নতুন বন্ধুদের পরিচয় এড়িয়ে যায় বা তাদের বিষয়ে প্রশ্ন করলে বিরক্ত হয়, তাহলে বিষয়টি নিয়ে সতর্ক হওয়া দরকার।

আচরণে অতিরিক্ত আক্রমণাত্মক বা গোপনীয়তা
যদি সন্তান আগের চেয়ে বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে, অল্পতেই রেগে যায় বা নিজের জিনিসপত্র লুকিয়ে রাখতে শুরু করে, তাহলে এটি সন্দেহজনক হতে পারে।

দেরি করে বাসায় ফেরা বা অজানা অজুহাত
আগে নির্দিষ্ট সময়ে বাসায় ফিরলেও এখন দেরি করে ফেরা বা কোথায় ছিল প্রশ্ন করলে অস্পষ্ট উত্তর দেওয়া—এটি খারাপ সঙ্গের লক্ষণ হতে পারে।

অর্থের প্রতি অস্বাভাবিক আকর্ষণ
সন্তান যদি হঠাৎ করেই বেশি টাকার প্রয়োজন অনুভব করে বা গোপনে টাকা চাইতে শুরু করে, তাহলে সতর্ক হওয়া উচিত।

সন্তানের খারাপ সঙ্গ এড়ানোর জন্য বাবা-মায়ের সচেতনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আগেভাগেই লক্ষণগুলো বুঝতে পারলে বিপদ এড়ানো সম্ভব। 

শিলা ইসলাম

×