ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

কথা না বললেও বোঝা যায় চোখে চোখ পড়লেই কি বার্তা পাঠাচ্ছে

প্রকাশিত: ০১:৫৬, ২৪ মার্চ ২০২৫

কথা না বললেও বোঝা যায় চোখে চোখ পড়লেই কি বার্তা পাঠাচ্ছে

ছবি: সংগৃহীত

আকর্ষণ সবসময় শব্দে প্রকাশ পায় না, অনেক সময় শরীরের নীরব ভাষাই অনেক কিছু বলে দেয়। মানুষের অঙ্গভঙ্গি, চোখের ভাষা বা আচরণের সূক্ষ্ম পরিবর্তন আকর্ষণের গভীর ইঙ্গিত বহন করে। কিন্তু এই সংকেত বোঝার জন্য একটু মনোযোগ ও সচেতনতা দরকার।

আকর্ষণের নীরব সংকেত কীভাবে বুঝবেন?
চোখের যোগাযোগ: কেউ যদি দীর্ঘসময় চোখে চোখ রাখে বা লুকিয়ে লুকিয়ে দেখে, তবে সেটা আকর্ষণের সংকেত হতে পারে।

শরীরের ভঙ্গি: সামনের দিকে ঝুঁকে কথা বলা, বারবার চুল বা পোশাক ঠিক করা, কিংবা স্বাভাবিকের চেয়ে বেশি হাসি দেওয়া আকর্ষণের অপ্রকাশিত ভাষা হতে পারে।

অনুকরণ: কেউ যদি আপনার ভঙ্গি বা কথা বলার ধরন অনুকরণ করে, তবে সেটি আগ্রহের একটি স্পষ্ট লক্ষণ হতে পারে।

অনাহুত স্পর্শ: কথোপকথনের মাঝে হালকা স্পর্শ বা কাঁধে হাত রাখা আকর্ষণের ইঙ্গিত হতে পারে, তবে এটি অবশ্যই সম্মতির ভিত্তিতে হতে হবে।

আকর্ষণ বোঝার জন্য শরীরী ভাষা গুরুত্বপূর্ণ হলেও, সবার উপরে রয়েছে সত্যিকারের ও খোলামেলা যোগাযোগ। স্পষ্ট ও খোলা মনের আলোচনা ছাড়া শুধুমাত্র সংকেতের ভিত্তিতে কোনো সিদ্ধান্তে আসা উচিত নয়। কারণ হৃদয়ের কথা সবচেয়ে ভালো প্রকাশ পায় সৎ ও সরাসরি কথোপকথনের মাধ্যমে।

শিলা ইসলাম

×