
ছবি: সংগৃহীত
জীবনে সফলতা ও মানসিক শান্তি অনেকাংশেই নির্ভর করে আমাদের আশেপাশের মানুষের ওপর। কিন্তু কিছু মানুষ আছেন, যাদের সাথে মিশলে জীবনে বিপদ নেমে আসতে পারে। মনোবিজ্ঞানী ও সামাজিক বিশ্লেষকরা বলছেন, এ ধরনের মানুষের সঙ্গ এড়িয়ে চলাই শ্রেয়।
বিশেষজ্ঞদের মতে, নেতিবাচক ও হিংসাপ্রবণ ব্যক্তি, মিথ্যাবাদী ও প্রতারক, অপরাধপ্রবণ মানুষ এবং স্বার্থপর ও দ্বিচারী বন্ধু—এরা জীবনে অশান্তি ও ব্যর্থতার কারণ হতে পারে। তাদের সম্পর্কে সাবধান না হলে ব্যক্তিগত জীবন, ক্যারিয়ার এমনকি মানসিক স্বাস্থ্যের ওপরও খারাপ প্রভাব পড়তে পারে।
সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, নিয়মিত পরনিন্দাকারী ও গুজব রটনাকারীদের সংস্পর্শে থাকলে ব্যক্তি নিজেও নেতিবাচক হয়ে ওঠে এবং সামাজিক সম্পর্ক দুর্বল হয়। অন্যদিকে, ঋণখেলাপি বা আর্থিক সুবিধাভোগী ব্যক্তিদের কাছ থেকে সাবধান না হলে বড় আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়া সম্ভব।
মনোবিজ্ঞানীরা পরামর্শ দিচ্ছেন, সুস্থ ও ইতিবাচক জীবনযাপনের জন্য ভালো এবং অনুপ্রেরণাদায়ক বন্ধুদের সাথে সময় কাটানো উচিত। নেতিবাচক ও সমস্যা সৃষ্টিকারী মানুষদের থেকে দূরে থাকলে জীবন হয়ে উঠবে শান্তিপূর্ণ ও সফল।
কানন