ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৪ মার্চ ২০২৫, ১০ চৈত্র ১৪৩১

কথোপকথনে ভাষার দক্ষতা বৃদ্ধির জন্য আজই শিখুন ১০টি নতুন শব্দ

প্রকাশিত: ০৫:৫৩, ২৩ মার্চ ২০২৫

কথোপকথনে ভাষার দক্ষতা বৃদ্ধির জন্য আজই শিখুন ১০টি নতুন শব্দ

ছবি: সংগৃহীত

কথায় প্রভাব তৈরি করতে চাইলে সমৃদ্ধ শব্দভাণ্ডার অপরিহার্য। যদি মনে হয়, সব সময় একই ধরনের শব্দ ব্যবহার করছেন এবং তা একঘেয়ে বা অপেশাদার মনে হচ্ছে, তাহলে নতুন শব্দ শিখে নেওয়া উচিত। আজ আমরা এমন ১০টি নতুন শব্দ শিখব, যা আপনার কথোপকথনকে আরও পরিশীলিত করে তুলবে।

১. Acquiesce (সম্মতি দেওয়া, অনিচ্ছাসত্ত্বেও মেনে নেওয়া)

এই শব্দটি এমন কিছু মেনে নেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়, যা কেউ হয়তো খুব একটা স্বেচ্ছায় করতে চায় না। যেমন—
“এই মুহূর্তে আমি তাদের সিদ্ধান্ত মেনে নিতে (acquiesce) বাধ্য হচ্ছি।”

২. Ephemeral (ক্ষণস্থায়ী, অস্থায়ী)

কোনো কিছুর স্থায়িত্ব খুব কম হলে এটি ‘Ephemeral’ শব্দ দিয়ে বোঝানো হয়। যেমন—
“আমার আনন্দ বেশিক্ষণ টিকল না” বলতে পারেন, “আহা, সেই আনন্দ তো ছিল একেবারেই ephemeral।”

৩. Concomitant (সহগামী, একই সঙ্গে ঘটমান)

যে ঘটনা বা পরিবর্তন অন্য কিছুর সঙ্গে সমান্তরালে ঘটে, তাকে বোঝাতে এই শব্দটি ব্যবহার করা হয়। যেমন—
“কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নতির সঙ্গে সঙ্গে সমাজেও concomitant পরিবর্তন আসবে, এটা অনিবার্য।”

৪. Gregarious (মিশুক, সামাজিক)

অত্যন্ত বন্ধুবৎসল ও সামাজিকভাবে সক্রিয় ব্যক্তিদের ‘Gregarious’ বলা হয়। যেমন—
“সে এত মিশুক যে, সব জায়গায় বন্ধু বানিয়ে ফেলে! সত্যিই এক gregarious মানুষ।”

৫. Ubiquitous (সর্বত্র বিদ্যমান, চারদিকে বিরাজমান)

যা সব জায়গায় বিরাজ করে, তাকে ‘Ubiquitous’ বলা হয়। যেমন—
“আজকাল প্রযুক্তি আর কৃত্রিম বুদ্ধিমত্তা এত ubiquitous হয়ে গেছে, চাইলেও এড়ানো সম্ভব নয়।”

৬. Banal (সাধারণ, গতানুগতিক, একঘেয়ে)

কোনো কিছু যদি খুব সাধারণ বা একঘেয়ে হয়ে যায়, তবে তাকে ‘Banal’ বলা হয়। যেমন—
“তার বক্তৃতা এত banal ছিল যে, আমার ঘুম পেয়ে যাচ্ছিল!”

৭. Candor (সরাসরি সত্য বলা, স্পষ্টভাষিতা)

কোনো কিছু স্পষ্টভাবে ও সত্য বলার দক্ষতাকে ‘Candor’ বলা হয়। যেমন—
“আমার সম্পাদক খুব candid, যা সত্য বলে দিতে পিছপা হন না।”

৮. Dubious (সন্দেহজনক, অনির্ভরযোগ্য)

যে কিছু সন্দেহজনক বা অবিশ্বাস্য মনে হয়, তাকে বোঝাতে এই শব্দটি ব্যবহার করা যায়। যেমন—
“সে আবার দেরি করল, আর যে অজুহাত দিল, সেটা বেশ dubious লাগছে।”

৯. Fatuous (নির্বুদ্ধিতাপূর্ণ, অর্থহীন)

যা একেবারেই যুক্তিহীন বা বোকামির পর্যায়ে পড়ে, তাকে ‘Fatuous’ বলা হয়। যেমন—
“তার ফ্যাশন ডিজাইনার নিয়ে মন্তব্যটি এতই fatuous ছিল যে, হাসিই পেয়ে গেল।”

১০. Hapless (অভাগা, দুর্ভাগ্যজনক পরিস্থিতিতে পড়া ব্যক্তি)

যে ব্যক্তি বারবার দুর্ভাগ্যের শিকার হয়, তাকে ‘Hapless’ বলা হয়। যেমন—
“কি দুর্ভাগা (hapless) লোক! একের পর এক সমস্যার সম্মুখীন হচ্ছে।”

একটি সমৃদ্ধ শব্দভাণ্ডার শুধু কথোপকথনকে আকর্ষণীয় করে তোলে না, বরং আপনাকে আরও আত্মবিশ্বাসী ও বুদ্ধিদীপ্ত করে তোলে। তাই আজ থেকেই এই নতুন শব্দগুলো ব্যবহার শুরু করুন।

রিফাত

×